ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

দুই বাংলাদেশিকে ফেরতের বিনিময়ে ২ ভারতীয়কে ছেড়ে দিলো বিজিবি

প্রকাশিত: ০৫:৩১, ৩ মে ২০২৫; আপডেট: ০৫:৩৪, ৩ মে ২০২৫

দুই বাংলাদেশিকে ফেরতের বিনিময়ে ২ ভারতীয়কে ছেড়ে দিলো বিজিবি

ছবি: সংগৃহীত

দিনাজপুরের বিরল সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া দুই বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এর বিনিময়ে দুই ভারতীয় নাগরিককে হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (২ মে) বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে এ বন্দি বিনিময় সম্পন্ন হয়। ওই দুই বাংলাদেশি হলেন দিনাজপুরের বিরলের ধর্মজৈন সীমান্ত এলাকার কৃষক এনামুল ইসলাম ও তার ছেলে মাসুদ রানা।

জানা গেছে, তারা সকালে ধান মাড়াইয়ের সময় সীমান্তবর্তী এলাকায় কাজ করছিলেন। সকাল সাড়ে ১১টার দিকে বিএসএফের সদস্যরা তাদের ভারতের অভ্যন্তরে ধরে নিয়ে যায়।

এ ঘটনার পরপরই স্থানীয়রা বাংলাদেশের ভেতর থেকে দুই ভারতীয় নাগরিককে আটক করে। পরে বিজিবি ঘটনাস্থলে এসে নিজেদের হেফাজতে নেয় আটককৃত ভারতীয়দের।

আটক ভারতীয়রা হলেন ভারতের কৃষক থিলিপ সরেন ও অবিনাশ টুডু। স্থানীয়রা জানান, তারা বাংলাদেশের একটি সেচ যন্ত্র থেকে পানি নিতে এসেছিলেন।

সীমান্ত উত্তেজনা যেন না বাড়ে, সেজন্য তাৎক্ষণিকভাবে বিজিবি ও বিএসএফ পতাকা বৈঠকে বসে। বৈঠকের মাধ্যমে দুই দেশের নাগরিকদের শান্তিপূর্ণভাবে হস্তান্তর করা হয়।

 

সূত্র: https://www.facebook.com/watch/?v=612481928466938

রাকিব

×