
ছবি: সংগৃহীত
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত মহাসমাবেশ থেকে হেফাজতে ইসলাম বাংলাদেশ দুটি নতুন কর্মসূচি ঘোষণা করেছে। সংগঠনের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান শনিবার (৩ মে) এ কর্মসূচির ঘোষণা দেন।
ঘোষিত কর্মসূচিগুলো হলো:
নারীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে আগামী তিন মাসের মধ্যে বিভাগীয় পর্যায়ে সম্মেলন আয়োজন।
আগামী ২৩ মে (বৃহস্পতিবার) বাদ জুমা, হেফাজতের চার দফা দাবির পক্ষে দেশব্যাপী বিক্ষোভ মিছিল।
মহাসমাবেশে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ্ বাবুনগরী। সকাল ৯টা থেকে শুরু হয়ে দুপুর সোয়া ১টায় মোনাজাতের মাধ্যমে সমাবেশের সমাপ্তি ঘটে। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত উলামায়ে কেরাম, সংগঠনের কেন্দ্রীয় ও শাখা পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
মহাসচিব সাজিদুর রহমান বলেন, “আমরা এসব দাবি আদায়ে আন্দোলন করব, সংগ্রাম করব, প্রয়োজনে জেহাদও করব।”
সমাবেশের শেষাংশে হেফাজতের আমির মোনাজাতে দেশের মুসলমানদের ঐক্য, শান্তি এবং ইসলাম ও মুসলিম জাতির রক্ষার্থে দোয়া করেন।
ফারুক