
ছবিঃ সংগৃহীত
যদিও তাদের নিয়ে বিতর্ক হয়েছে অনেক। এমন কথাও প্রচলিত আছে যে প্রাক্তন স্ত্রী সামান্থা রুথ প্রভুর সঙ্গে ডিভোর্স হওয়ার আগেই শোভিতার প্রেমে পড়েন নাগা। তার আগের বিবাহ বিচ্ছেদের কারণ হিসেবে এই সম্পর্ককেই দায়ী করেন নেটিজেনরা। তবে সমালোচনা থাকলেও এ বছরের জানুয়ারি মাসে অভিনেত্রী শোভিতা ধুলিপালাকে বিয়ে করেন অভিনেতা নাগা চৈতন্য।
অনেকেই দাবি করছেন, শোভিতা বেশির ভাগ সময়ই ঢিলেঢালা পোশাক পরছেন আজকাল। শোভিতার পোশাক দেখে অনেকেই ভাবছেন তিনি বোধহয় মা হতে চলেছেন। সম্প্রতি ‘ওয়ার্ল্ড অডিয়ো ভিস্যুয়াল এবং এন্টারটেনমেন্ট সামিট’-এর ছবি প্রকাশ্যে আসার পর সেই আলোচনা যেন মাথাচাড়া দিয়ে উঠেছে।
আলিয়া ভাট এবং রণবীর কাপুরের বিয়ের এক মাসের মাথায়ই দর্শকরা আলিয়ার মা হওয়ার খবর জানতে পারে। কেবল এ দম্পতিই নয়, বলিপাড়ার অনেক দম্পতির ক্ষেত্রেই এমনটা দেখা গেছে।আর তাই শোভিতা ও নাগাকে নিয়েও দর্শকরা এমন্টা ভাবতে শুরু করেছে, যদি এ দম্পতি এ ব্যাপারে এখনো কোনো মন্তব্য করেননি।
তবে তাদের বিয়ের পর থেকেই সাংসারিক জীবনের খুঁটিনাটি নানা বিষয়ে জানতে আগ্রহী দর্শক। তারই ধারাবাহিকতায় তাদের পরিবারে নতুন সদস্য আসার খবরে মেতেছে পুরো নেটদুনিয়া। তবে সত্য কী সেটা জানার জন্য এখন কেবল সময়ের অপেক্ষা!
আরশি