
ছবি: সংগৃহীত
ক্রিকেটপ্রেমী সেলিব্রিটিদের নিয়ে জমে উঠেছে ‘সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি’ (সিসিটি)। এবারের আসর ঘিরে তারকাদের মধ্যে চলছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। নিয়মিত অনুশীলনের পাশাপাশি নানা রকম স্মৃতি ও অভিজ্ঞতা ভাগাভাগি করছেন তারা।
এমনই এক আলোচনায় শৈশবের ক্রিকেট খেলা নিয়ে স্মৃতি তুলে ধরেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা। তিনি বলেন, "ছোটবেলায় ক্রিকেট খেলতে খুব ইচ্ছা করত, কিন্তু ব্যাট না থাকায় ছেলেরা আমাকে খেলায় নিত না। সেটাই আমার একমাত্র দুঃখের স্মৃতি।"
গত বছর সিসিটিতে অংশ নিতে না পারার আক্ষেপও জানান তিনি। “গতবার ফিজিক্যালি ফিট ছিলাম না, তাই অংশ নিতে পারিনি। তখন ফেসবুকে দেখতাম সবাই খেলছে। এবার সুযোগ পেয়ে খুব ভালো লাগছে,” বলেন তিশা।
ক্রিকেট খেলায় নিজের অবস্থান সম্পর্কে হাস্যরসের ছলে তিনি বলেন, “আমি জানি আমি কোনো খেলায় জিতি না। কিন্তু যেভাবেই খেলি, আমি আমার জায়গা থেকে প্রোপারলি খেলতে চাই। এমনকি যদি শুধু ফিল্ডিং-ও করি, সেটাও ঠিকঠাক করতে চাই।”
বলের ওপর ছক্কা মারার ব্যাপারে তিশা জানান, কারও প্রতি ব্যক্তিগত প্রতিশোধের মনোভাব নেই তার। “আমি কাউকে টার্গেট করে রাখি না। যেই ফর্মেই খেলি, আমি শুধু নিজের পারফরম্যান্সে মনোযোগ দেই,” বলেন তিনি।
প্রিয় খেলাধুলা নিয়ে প্রশ্নে তিশা জানান, "আমার সবচেয়ে প্রিয় খেলা ক্রিকেট, বিশেষ করে টি-টোয়েন্টি। কারণ অল্প সময়েই খেলা শেষ হয়ে যায়। তবে মোবাইলে লুডু খেলতেও আমার খুব ভালো লাগে।”
প্রিয় ক্রিকেটারের নাম জানতে চাইলে তিনি বলেন, “ছোটবেলা থেকেই মাশরাফি বিন মোর্তজা আর সাকিব আল হাসান আমার প্রিয়।”
পারফরম্যান্স সম্পর্কে জানতে চাইলে তিশা মজার ছলে বলেন, “মাঠে কী হবে, সেটা মাঠেই দেখা যাবে। আগে থেকে বড় কথা বলতে চাই না। যদি একটা ছয়ও মারতে পারি, তাহলেই আলহামদুলিল্লাহ।”
তিশার ভাষায়, “মাঠে কথা হবে!”
ভিডিও দেখুন: https://www.youtube.com/watch?v=m41oxCKIrrg