ঢাকা, বাংলাদেশ   রোববার ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

নির্বাচনের জন্য দুটি সময়কে আমরা উপযুক্ত মনে করি: জামায়াত আমির

প্রকাশিত: ১৭:২৬, ৩ মে ২০২৫

নির্বাচনের জন্য দুটি সময়কে আমরা উপযুক্ত মনে করি: জামায়াত আমির

ছবি: সংগৃহীত

জাতীয় নির্বাচনের জন্য আগামী বছরের ফেব্রুয়ারি মাস উপযুক্ত, তবে কোনোমতেই এপ্রিল মাস পার হওয়া উচিত নয়—এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে লুটপাট ও গণহত্যাকারীদের বিচার না হলে কালো টাকা ও পেশিশক্তি নির্বাচনে প্রভাব ফেলবে বলেও সতর্ক করেন তিনি।

রাজধানীর মগবাজারে দুই দিনের জেলা ও মহানগরী আমির সম্মেলনের আয়োজন করে জামায়াতে ইসলামী। জাতি একটি সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় আছে উল্লেখ করে উদ্বোধনী বক্তব্যে ডা. শফিক বলেন, পেশিশক্তি ও কালো টাকা মুক্ত ভোট এবং যোগ্যদের সংসদে চাইলে প্রতিনিধিত্বমূলক পদ্ধতিতে নির্বাচন দরকার।

তিনি বলেন, “যদি অংশীজনেরা সবাই সেরকম সহযোগিতা করে, আমরা মনে করি সরকারের ঘোষিত সময়ের ভেতরে সংস্কার সাধন করে নির্বাচন সম্ভব। এর জন্য দুটি সময়কে আমরা উপযুক্ত মনে করি—একটি হচ্ছে ফেব্রুয়ারি মাস শুরু হওয়ার আগে, আরেকটি হচ্ছে, যদি কোনো কারণে এই সময়ের ভেতরে সংস্কারগুলো এবং বিচারের দৃশ্যমান প্রক্রিয়া জনমনে আস্থা সৃষ্টির পর্যায়ে না আসে, তাহলে সর্বোচ্চ এপ্রিল মাস পার হওয়া উচিত নয়।”

ফ্যাসিবাদ আমলে লুটপাট, টাকা পাচার ও দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়ে সরকারকে নির্বাচনের আগেই গণহত্যার বিচার দৃশ্যমান করতে বলেন জামায়াতের আমির। তিনি আরও বলেন, “সাড়ে ১৫ বছরের সময়জুড়ে যারা হত্যা, গণহত্যা, ধর্ষণ, খুন, লুণ্ঠন, অপহরণ করেছে, জনগণের সম্পদ বিদেশে পাচার করেছে, তাদেরও আমরা ন্যায্য বিচার দাবি করব। না হলে সমাজে হত্যা, খুন, ধর্ষণ, লুণ্ঠনের অপসংস্কৃতি আরও বেড়ে যাবে। যদি এদের বিচার হয়, তাহলে আগামী নির্বাচনেও কালো টাকা এবং পেশিশক্তির যে প্রভাব, সেটা খাটানোর দুঃসাহস হয়তো কেউ দেখাবে না।”

উপদেষ্টারা রাজনৈতিক বক্তব্য দিতে চাইলে তাদের সরকার থেকে বাইরে ফিরে আসার পরামর্শও দেন ডা. শফিকুর রহমান। রাজনীতি নিজের জন্য নয়, রাজনীতি দেশ এবং জনগণের জন্য বলেও মন্তব্য করেন তিনি।

আবীর

×