ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৩ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

টেসলা, স্পেসএক্স ও নিউরালিংকের প্রতিষ্ঠাতা এলন মাস্ক বই পড়ায় ভীষণ আগ্রহী। জেনে নিন তাঁর প্রিয় ১০টি বই যা তাঁর চিন্তা ও জীবন বদলে দিয়েছে।

সবাইকে যেই ১০ বই পড়ার কথা বলেছেন ইলন মাস্ক: যা বদলে দিয়েছে তাঁর জীবন

প্রকাশিত: ১৫:৩৩, ২ মে ২০২৫

সবাইকে যেই ১০ বই পড়ার কথা বলেছেন ইলন মাস্ক: যা বদলে দিয়েছে তাঁর জীবন

ছবি: প্রতীকী

বিশ্ববিখ্যাত উদ্ভাবক উদ্যোক্তা এলন মাস্ক কেবল প্রযুক্তিতে নয়, বই পড়ায়ও অসম্ভব আগ্রহী। সায়েন্স ফিকশন, আত্মজীবনী কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে গবেষণাধর্মী বইসবই রয়েছে তাঁর পছন্দের তালিকায়।

এই প্রতিবেদনে তুলে ধরা হলো এমন ১০টি বই, যেগুলো এলন মাস্ক নিজে পড়েছেন এবং সুপারিশ করেছেন। বইগুলো শুধু তাঁকে অনুপ্রাণিতই করেনি, বরং তাঁর ব্যবসায়িক দর্শন ভবিষ্যৎ পরিকল্পনায়ও রেখেছে গভীর প্রভাব।

. জিরো টু ওয়ান (Zero to One) – পিটার থিয়েল

নতুন কিছু তৈরি করা উদ্ভাবনের ওপর লেখা এই বইটিতে বলা হয়েছে কীভাবে সম্পূর্ণ নতুন কিছু সৃষ্টি করা যায়, যা আগে ছিল না। এলন মাস্ক যেমন একেবারে শূন্য থেকে টেসলা স্পেসএক্স গড়েছেন, এই বই তার চমৎকার প্রতিফলন।

. অ্যাটলাস শ্রাগড (Atlas Shrugged) – আইন র‍্যান্ড

ব্যক্তিস্বাধীনতা, উদ্ভাবনী শক্তি আত্মনির্ভরতার ওপর ভিত্তি করে লেখা একটি দার্শনিক উপন্যাস। মাস্ক বলেন, “বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষে পড়লে খুব আকর্ষণীয় লাগে। তবে এটিকে সদয়তার সঙ্গে ব্যালান্স করা উচিত।

. ফাউন্ডেশন (Foundation) – আইজ্যাক আসিমভ

এই সায়েন্স ফিকশন সিরিজটি সমাজের পতন পুনর্গঠনের সম্ভাব্য ভবিষ্যৎ কল্পনা করে লেখা। মাস্ক বলেছিলেন, “ফাউন্ডেশন সিরিজ স্পেসএক্স তৈরির মূল অনুপ্রেরণা।

. ডিউন (Dune) – ফ্র্যাঙ্ক হারবার্ট

রাজনীতি, পরিবেশ ক্ষমতার দ্বন্দ্ব নিয়ে লেখা এই ক্লাসিক সায়েন্স ফিকশন উপন্যাসটি মাস্কের অন্যতম প্রিয়। তিনি একেচমৎকারবই বলে অভিহিত করেছেন।

. দ্য লর্ড অফ দ্য রিংস (The Lord of the Rings) – জে. আর. আর. টোলকিন

এই কালজয়ী ফ্যান্টাসি উপন্যাসে বন্ধুত্ব, সাহসিকতা, আত্মত্যাগ কল্পনার রাজ্য সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। মাস্কের কল্পনা মহাকাশপ্রীতির সঙ্গে এই বইয়ের যোগ রয়েছে।

. ডিপ লার্নিং (Deep Learning) – ইয়ান গুডফেলো, ইয়োশুয়া বেঙ্গিও অ্যারন কুরভিল

এআই মেশিন লার্নিং বিষয়ে একটি সর্বজনস্বীকৃত বই। মাস্ক বলেন, “তিনজন শীর্ষ গবেষকের লেখা এই বইটি বিষয়টিকে একমাত্র পূর্ণাঙ্গভাবে তুলে ধরে।

. বেনজামিন ফ্র্যাঙ্কলিনের আত্মজীবনী (The Autobiography of Benjamin Franklin)

একজন বিজ্ঞানী, কূটনীতিক, দার্শনিক উদ্ভাবক হিসেবে বেনজামিন ফ্র্যাঙ্কলিনের জীবন মাস্কের জন্য অনুপ্রেরণার উৎস। তিনি তাঁকে আদর্শ স্বনির্ভর মানুষ হিসেবে বিবেচনা করেন।

. সারফেস ডিটেইল (Surface Detail) – ইয়ান এম. ব্যাংকস

মাস্ক তাঁর এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে লিখেছেন, "ব্যাংকসের সব বই- দারুণ। বিশেষ করে Surface Detail" এটি একটি দার্শনিকধর্মী সায়েন্স ফিকশন।

. একজন নারী পরিকল্পনা করেন (A Woman Makes a Plan) – মায়ে মাস্ক

এলন মাস্কের মা মায়ে মাস্কের আত্মজীবনীমূলক বই। এককভাবে সন্তানদের বড় করে তোলা এবং নিজের ক্যারিয়ার গড়ার সংগ্রামী কাহিনি এতে ফুটে উঠেছে। মাস্কের জীবনে এটি এক বিশেষ স্থান দখল করে আছে।

১০. লাইফ . (Life 3.0) – ম্যাক্স টেগমার্ক

এই বইতে কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ, এর সম্ভাবনা ঝুঁকি নিয়ে বিশদ আলোচনা করা হয়েছে। যারা এআই নিয়ে আগ্রহী, তাঁদের জন্য মাস্কের দৃঢ় সুপারিশ।

এলন মাস্ক যেভাবে ভবিষ্যতের প্রযুক্তিকে রূপ দিতে কাজ করছেন, তাঁর পঠিত বইগুলোর মধ্যেও সেই ভবিষ্যতচিন্তার ছাপ স্পষ্ট। আপনি যদি মাস্কের মতো ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে চান, তবে এই বইগুলোর মধ্যে থেকে কিছু আপনার তালিকায় রাখতে পারেন।

রবিউল হাসান

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার