ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

আরব আমিরাতের সঙ্গে দুই টি২০ খেলে পাকিস্তান সফরে ৫ ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ

এবার টাইগারদের টি২০ চ্যালেঞ্জ

মোঃ মামুন রশীদ

প্রকাশিত: ০১:০৯, ৩ মে ২০২৫

এবার টাইগারদের টি২০ চ্যালেঞ্জ

চট্টগ্রাম টেস্ট জিতেছে বাংলাদেশ ক্রিকেট দল

মাত্র ৩ দিনেই চট্টগ্রাম টেস্ট জিতেছে বাংলাদেশ ক্রিকেট দল। পুরো খেলা হলে শুক্রবার শেষ হতো ম্যাচটি। জিম্বাবুয়ের বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ করার পর তাই বাড়তি দু’দিন বাংলাদেশের ক্রিকেটাররা বিশ্রাম পেয়েছেন। তবে খুব বেশিদিন অধিকাংশ ক্রিকেটারই বিরতিতে থাকতে পারবেন না। কারণ বাংলাদেশ ‘এ’ দল, বাংলাদেশ ইমার্জিং দলের হয়ে খেলবেন অনেকে।

আর জাতীয় দলের টি২০ সেটআপে যারা আছেন তাদের ব্যস্ততা আগামী সপ্তাহেই শুরু হয়ে যাবে। কারণ  ১৭ ও ১৯ মে শারজাহতে স্বাগতিক আরব আমিরাতের বিপক্ষে ২ ম্যাচের টি২০ সিরিজ খেলবে বাংলাদেশ। মূলত পাকিস্তান সফরের আগে দারুণ প্রস্তুতিমূলক একটি সিরিজ হতে যাচ্ছে সেটি। আরব আমিরাতের সঙ্গে সিরিজ শেষ করে পরদিনই পাকিস্তান যাবে বাংলাদেশ দল।

সেখানে খেলবে ৫ ম্যাচের টি২০ সিরিজ। ম্যাচগুলো হবে ২৫, ২৭ মে ফয়সালাবাদে এবং ৩০ মে ও ১, ৩ জুন লাহোরে। তাই বাংলাদেশ দলের আবার আন্তর্জাতিক ক্রিকেট ব্যস্ততা শুরু হচ্ছে নতুন করে। 
মাত্র দুদিন পর দক্ষিণ আফ্রিকা পুরুষ ইমার্জিং ক্রিকেট দলের বিপক্ষে বাংলাদেশের উদীয়মান পুরুষ তারকারা ৩ ওয়ানডে ও ২টি চারদিনের ম্যাচের সিরিজ খেলবে। সেখানে জাতীয় দলের হয়ে খেলা বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান ছাড়াও ডাক পাওয়া পেসার রিপন ম-ল খেলবেন। এছাড়া নারী ইমার্জিং দলও খেলবে একই সময়ে প্রোটিয়া নারী ইমার্জিং দলের বিপক্ষে।

চলতি মাসেই নিউজিল্যান্ড ‘এ’ ক্রিকেট দলের বিপক্ষে খেলবেন বাংলাদেশ ‘এ’ দলের ক্রিকেটাররা। ‘এ’ দলে আছেন জাতীয় দলের হয়ে খেলা পারভেজ হোসেন ইমন, নাইম শেখ, এনামুল হক বিজয়, এবাদত হোসেন, সৈয়দ খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, তানভীর ইসলাম, মোসাদ্দেক হোসেন, সৈকত, নাঈম হাসান, নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম অঙ্কন, ইয়াসির আলী রাব্বি ও সাইফ হাসানরা।

আর টেস্ট দলের মুমিনুল হক, মাহমুদুল হাসান জয়, মুশফিকুর রহিম, তাইজুল ইসলাম, সাদমান ইসলাম ছাড়া প্রায় সবাই তাই ব্যস্ত হয়ে পড়বেন। টি২০ সেট আপে থাকা নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, শামীম হোসেন পাটোয়ারী, আফিফ হোসেন ধ্রুব, তাওহিদ হৃদয়রা যাবেন আরব আমিরাতে। ১৭ ও ১৯ মে স্বাগতিকদের বিপক্ষে শারজায় দুটি টি২০ খেলে পরদিনই পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ দল। 
পাকিস্তানে ৫ ম্যাচের টি২০ সিরিজ। এই সিরিজ দিয়ে দীর্ঘ সময় পর ফয়সালাবাদ স্টেডিয়াম আবার যাত্রা শুরু করছে। ১৭ বছর আগে সর্বশেষ এখানে আন্তর্জাতিক ম্যাচ শুরু হয়েছে। ২০০৮ সালের ১১ এপ্রিল এই ভেন্যুতে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ পাকিস্তানের বিপক্ষে খেলেছিল বাংলাদেশই। আবার দুই দলের ম্যাচ দিয়েই ফয়সালাবাদ ফিরছে আন্তর্জাতিক ক্রিকেটে। ২৫ ও ২৭ মে এখানে সিরিজের প্রথম দুটি ম্যাচ।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ৩০ মে, ১ জুন ও ৩ জুন বাকি ৩ ম্যাচ। তাই শান্তদের জন্য বেশ ভালো চ্যালেঞ্জ অপেক্ষা করছে সামনে। পাকিস্তানের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজে ৩টি ১ ম্যাচের টি২০ সিরিজ খেলেছে। এর মধ্যে ২০১৫ সালে একমাত্র ম্যাচ দেশের মাটিতে জিতেছে, বাকি দুটিতে হেরেছে।

আর ২০২০ সালে পাকিস্তান সফরে ৩ ম্যাচের সিরিজে দুটিতেই হেরে (একটি ম্যাচ বাতিল) এবং ২০২১ সালের নভেম্বরে দেশের মাটিতে ৩ ম্যাচের সিরিজে ৩-০ ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ। তাই দুই দলের মধ্যে সবচেয়ে বড় সিরিজ হতে যাচ্ছে এবার টি২০ ফরম্যাটে। এর আগে ২০২১ সালে ঘরের মাটিতে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ ম্যাচের টি২০ সিরিজ খেলেছে বাংলাদেশ।

×