
ছবি: সংগৃহীত
হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব বলেছেন, শেখ হাসিনার ফাঁসি জেলখানায় না শাপলা চত্বরে হবে।
আজ শনিবার (৩ মে) সকাল সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসমাবেশে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, শেখ হাসিনা যে নির্যাতন চালিয়েছেন, যে গুম-হত্যা চালিয়েছেন, দেশটাকে লুণ্ঠন করেছেন, শেখ হাসিনা আর দেশে আসতে পারবে না। শুধু একটি কারণে আসবে, শেখ হাসিনার ফাঁসি। শেখ হাসিনার ফাঁসি কোনো জেলখানায় হবে না, শাপলাচত্বরে ফাঁসির কাষ্টে ঝুলিয়ে দিতে হবে।
শিহাব