
ছবি: সংগৃহীত
সম্প্রতি গঠিত সংস্কার কমিশনগুলোর রিপোর্ট নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে অযথা মেরুকরণ সৃষ্টি হচ্ছে, বিশেষ করে নারী সংস্কার কমিশনের সুপারিশগুলোকে কেন্দ্র করে এমনটাই মন্তব্য করেছেন উমামা ফাতেমা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলের টকশোতে অংশ নিয়ে এসব কথা বলেন।
তিনি বলেন, সরকার গঠিত দশটি আলাদা কমিশনের রিপোর্ট জমা পড়েছে। কিন্তু রাজনৈতিক দলগুলোর আলোচনা মূলত একটি নির্দিষ্ট কমিশনের—নারী সংস্কার কমিশনের—সুপারিশ নিয়ে সীমাবদ্ধ থেকে যাচ্ছে। প্রশ্ন হচ্ছে, এটিকে এতটা রাজনৈতিকভাবে উত্তপ্ত করার কারণ কী?
উমামা ফাতেমা জানান, তিনি নিজে স্থানীয় সরকার সংস্কার কমিশনের রিপোর্ট বিশ্লেষণ করেছেন এবং সেখানে কাঠামোগত নানা প্রশ্ন তোলার যথেষ্ট সুযোগ রয়েছে। অথচ সেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে বড় কোনো প্রতিক্রিয়া আসছে না,—তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, সরকার ইতোমধ্যেই একটি ঐক্যমত কমিশন গঠন করেছে, যেখানে রাজনৈতিক দলগুলো স্পষ্টভাবে জানাতে পারে কোন সুপারিশে তারা একমত, আর কোনটিতে নয়। সুতরাং, আলাদা করে নারী সংস্কার কমিশনকে রাজনৈতিক ইস্যু বানিয়ে উত্তেজনা তৈরি করাটা উদ্দেশ্যপ্রণোদিত বলেই প্রতীয়মান হয়।
উমামা মনে করেন, কমিশনের রিপোর্টে বহু বিষয়ের প্রস্তাবনা এসেছে, অথচ সেগুলোর অধিকাংশ নিয়েই এখনো কোনো গঠনমূলক আলোচনা হচ্ছে না। বরং নির্বাচিত কিছু পয়েন্টকে সামনে এনে জনগণের দৃষ্টিভঙ্গি প্রভাবিত করার চেষ্টা চলছে।
এসএফ