ঢাকা, বাংলাদেশ   রোববার ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

এই দুর্নীতিবাজদের উৎখাত করে বঙ্গোপসাগরে নিক্ষেপ করতে হবে : চরমোনাই পীর

প্রকাশিত: ২২:৩০, ৩ মে ২০২৫

এই দুর্নীতিবাজদের উৎখাত করে বঙ্গোপসাগরে নিক্ষেপ করতে হবে : চরমোনাই পীর

ছবি: সংগৃহীত

চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, “দেশে একশ্রেণির নরপশু চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দুর্নীতির মাধ্যমে ঘাট-বন্দর দখলে নিচ্ছে। এদেরকে বাংলাদেশের মাটি থেকে উৎখাত করে বঙ্গোপসাগরে নিক্ষেপ করতে হবে।”

শনিবার বিকেলে পটুয়াখালী শহরের চৌরাস্তা পয়েন্টে ইসলামী শ্রমিক আন্দোলন আয়োজিত এক শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন ও শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে জেলা ইসলামী শ্রমিক আন্দোলন এ সমাবেশের আয়োজন করে।

চরমোনাই পীর বলেন, “একটি দল এখনও ক্ষমতায় না গিয়ে তাদের আখের গোছাতে শুরু করেছে। যারা ফ্যাসিবাদী আচরণ করে দেশ ছেড়ে পালিয়েছে, তারাই ছিল শক্ত অবস্থানে। হাজারো ছাত্র-জনতার রক্ত, জীবন ও পঙ্গুত্বের বিনিময়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি, সেই স্বাধীনতাকে কিছু দুর্নীতিবাজ ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে।”

তিনি আরও বলেন, “৫ আগস্টের পর থেকে শুধু শুনি—নির্বাচন, নির্বাচন। আপনারা নির্বাচনের জন্য এতটাই ব্যাকুল কেন? নিজের দলের লোকজনকেই তো নিয়ন্ত্রণ করতে পারছেন না। তাহলে ক্ষমতায় গিয়ে কী করবেন? এজন্যই বলছি, আগে প্রয়োজন সংস্কার, পরে নির্বাচন। অর্থাৎ, স্থানীয় নির্বাচন আগে, জাতীয় নির্বাচন পরে।”

সূত্র : https://www.facebook.com/share/v/169sWKobCa/

আসিফ

×