
শুক্রবার ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় দক্ষিণ আফ্রিকার মেয়েদের
চট্টগ্রাম টেস্টে দাপুটে জয়ে ১-১এ সিরিজ ড্র করা বাংলাদেশের পরবর্তী মিশন পাকিস্তান। ছয় ম্যাচের টি২০ সিরিজ খেলতে আগামী ২১ মে পাকিস্তান যাবে নাজমুল হোসেন শান্তর দল। তবে দেশের ক্রিকেটে ব্যস্ততার কমতি নেই।
দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের সঙ্গে তিন ওয়ানডে ও দুটি চার দিনের ম্যাচের জন্য আকবর আলীকে অধিনায়ক করে শুক্রবার বাংলাদেশ ইমার্জিং দল ঘোষণা করেছে বিসিবি। একই দিনে ঢাকায় পা রেখেছে দেশটির ইমার্জিং নারী ক্রিকেট দল। বাংলাদেশের ইমার্জিং মেয়েদের সঙ্গে তিনটি করে ওয়ানডে ও টি২০ খেলবে তারা।
৭ মে ঢাকায় আসবে দক্ষিণ আফ্রিকা ছেলেদের ইমার্জিং দল। সিরিজের প্রথম পর্বে তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে। প্রথম ম্যাচ ১২ মে, পরবর্তী দুটি ১৪ ও ১৬ মে অনুষ্ঠিত হবে একই ভেন্যুতে।
এরপর ২০ মে থেকে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে শুরু হবে প্রথম চারদিনের ম্যাচ। দ্বিতীয় ও শেষ চারদিনের ম্যাচটি অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে, ২৭ মে থেকে। আর মেয়েদের ওয়ানডে সিরিজের সব ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামে, ৬, ৮ ও ১১ মে। টি২০ কক্সবাজারে, ১৪, ১৬ ও ১৮ মে।