
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান।
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান বলেছেন, এই দেশের জনগণ পেটে খিদে চেপে রাখতে পারে, কিন্তু ধর্ম নিয়ে নয়ছয় মেনে নেয় না। শনিবার (০৩ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা বলেন।
স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, “আজকে হেফাজতে ইসলাম নারী সংস্কার কমিশন বাতিলের দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে বড় সমাবেশ করছে। ইতোমধ্যে অনেকে এ বিষয়ে প্রতিবাদ করেছে। কিন্তু সরকার মনে হচ্ছে তার জায়গায় অটল।”
রাশেদ খান মনে করেন, কমিশন গঠন যদি সকলের মতামতের ভিত্তিতে হতো এবং ইনক্লুসিভ হতো, তাহলে সরকারকে এ ধরনের বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হতো না।
তিনি বলেন, “ধর্মের সাথে সাংঘর্ষিক কোনো প্রস্তাব আসলে কমিশনের সদস্যরা বসেই তার সমাধান করতে পারতো। সরকারের উচিত হবে, দ্রুত এই কমিশন বাতিল করে একটি ইনক্লুসিভ নারী কমিশন গঠন করা।”
তিনি সতর্ক করে আরও বলেন, “অন্যথায় সরকারের কারও কারও ৫ বছর ক্ষমতায় থাকার খায়েশ কেন, ৫ মাস স্থায়ী হওয়াও মুশকিল হবে। বুঝতে হবে, এই দেশের জনগণ পেটে খিদে চেপে রাখতে পারে, কিন্তু ধর্ম নিয়ে নয়ছয় মেনে নেয় না। নারী সংস্কার কমিশন ধর্মের সাথে সাংঘর্ষিক প্রস্তাবনা দিয়েছে, যা দ্রুত সময়ের মধ্যে বাতিল না হলে দেশের স্থিতিশীলতা নষ্টের জন্য দায়ী থাকবে অন্তর্বর্তীকালীন সরকার।”
মুমু