
খালেদা জিয়া
রুট পরিবর্তন না করে দেশে ফিরছেন বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া।সাধারণ যাত্রীর কথা বিবেচনা করে এমন সিদ্ধান্ত নিয়েছেন খালেদা জিয়।
শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিএপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করার কথা রয়েছে। খালেদা জিয়াকে বিমান কর্তৃপক্ষ তথা বাংলাদেশ সরকার তাঁর শারীরিক অসুস্থতার বিষয়টি বিবেচনায় রেখে ‘বিমানের লন্ডন-সিলেট-ঢাকা’র পরিবর্তে ‘লন্ডন-ঢাকা-সিলেট’ করার প্রস্তাব দেওয়া হয়। এ সময় ঐ বিমানের অন্যান্য সহযাত্রীদের কষ্টের কথা বিবেচনা করে তিনি বিমান কর্তৃপক্ষের প্রস্তাবটি নাকচ করেন। প্রস্তাবটি নাকচ করে মানবতার আরেক দৃষ্টান্ত স্থাপন করেন।
খালেদা জিয়া দীর্ঘ চিকিৎসা শেষে আগামী ৫ মে দেশে ফিরছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি রেগুলার বিমানে চড়ে দেশে ফিরবেন তিনি। আগামী ৪ মে লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে খালেদা জিয়াকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি উড্ডয়নের কথা রয়েছে।
ফুয়াদ