ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

খালেদ কেন মোস্তাফিজের জায়গায়?

প্রকাশিত: ২২:০১, ২ মে ২০২৫

খালেদ কেন মোস্তাফিজের জায়গায়?

মোস্তাফিজ ও খালেদ

তিনটি ওয়ানডে ও দুটি চার দিনের ম্যাচ খেলতে নিউজিল্যান্ড ‘এ’ দল এখন বাংলাদেশে। প্রথম দুই ওয়ানডের দলে প্রথমে মোস্তাফিজুর রহমানকে রাখা হলেও আজ তাঁকে সরিয়ে নিয়েছে বিসিবির নির্বাচক প্যানেল। তাঁর বদলি হিসেবে ‘এ’ দলের ওয়ানডে দলে নেওয়া হয়েছে আরেক পেসার খালেদ আহমেদকে।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস বলেন,‘মুস্তাফিজকে ‘এ’ দলে রাখা হচ্ছে না। একটি পরিবর্তন আনা হয়েছে। ‘এ’ দলটা যখন বাছাই করা হয়েছিল, তখনো মোস্তাফিজ আসলে খুব বেশি ম্যাচ খেলেনি (ঢাকা প্রিমিয়ার লিগে)। পরে যেহেতু সুপার লিগে কয়েকটি ম্যাচ খেলেছে, তার ম্যাচ অনুশীলন হয়েছে বলেই মনে হয়েছে এবং অন্য কাউকে সুযোগ দেওয়ার কথা ভেবেছে (নির্বাচক কমিটি)।’

মোস্তাফিজ শুধু সাদা বলেই খেলেন বাংলাদেশের হয়ে। কিছুদিন খেলার বাইরে ছিলেন এ বাঁহাতি পেসার। তাই তাঁকে ম্যাচ খেলার মধ্যে রাখতেই দলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল নির্বাচক প্যানেল। পরে ডিপিএলে মোস্তাফিজের খেলা বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত বদলায় তারা। বাংলাদেশ জাতীয় দলের পরের মিশন পাকিস্তান সফর। ছয় ম্যাচের টি২০ খেলতে আগামি ২১ মে পাকিস্তান যাবে নাজমুল হোসেন শান্তর দল।
 
মোস্তাফিজের বদলি হিসেবে খালেদকে দলে নেওয়ার কারণও জানিয়ে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেন,‘যখন জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টে খালেদকে না খেলানোর সিদ্ধান্ত হয়, তখন আমরা ওকে ‘এ’ দলে নিয়ে নেই। খালেদ যদি টেস্ট ম্যাচটিতে খেলত, তাহলে হয়তো মোস্তাফিজের বদলে অন্য কাউকে নিতাম। যেহেতু চট্টগ্রামে সে খেলেনি, আমরা তখন জানিয়ে দিয়েছি যে খালেদই খেলবে ‘এ’ দলে।’

নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে ৫,৭ ও ১০ মে তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ ‘এ’ দল। প্রথম দুটি হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে, তৃতীয় ও শেষটির ভেন্যু সিলেট আউটার গ্রাউন্ড মাঠ। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আগামী ১৪ মে শুরু হবে প্রথম চার দিনের ম্যাচটি। দ্বিতীয় ম্যাচ মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হবে আগামী ২১ মে।

বাংলাদেশ ‘এ’ দল

পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, এনামুল হক বিজয়, সাইফ হাসান, মাহিদুল ইসলাম অঙ্কন, ইয়াসির আলি রাব্বি, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান (সম্ভাব্য অধিনায়ক), নাইম হাসান, নাসুম আহমেদ, তানভীর ইসলাম, রেজাউর রহমান রাজা, শরিফুল ইসলাম, এবাদত হোসেন ও খালেদ আহমেদ।

 

মিরাজ /রাজু

×