
ছবি : সংগৃহীত
বাংলাদেশের সিটি করপোরেশন এলাকাগুলোতে বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নের পাশাপাশি সেখান থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহ প্রকাশ করেছে চীন। গত বুধবার ঢাকায় অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আগ্রহের কথা জানান বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ওয়াও ওয়েন।
সাক্ষাৎকালে দুই দেশের পারস্পরিক সহযোগিতামূলক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। চীনের রাষ্ট্রদূত জানান, বাংলাদেশে টেকসই উন্নয়ন ও পরিবেশবান্ধব জ্বালানী খাতে অবদান রাখার লক্ষ্যেই তারা বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে বিনিয়োগ করতে আগ্রহী।
চীনা রাষ্ট্রদূত ওয়াও ওয়েনকে স্বাগত জানিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, “চীন বাংলাদেশের দীর্ঘদিনের উন্নয়ন ও ব্যবসায়িক অংশীদার। অবকাঠামো, প্রযুক্তি, স্বাস্থ্যসহ নানা খাতে চীনের সহযোগিতা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
তিনি আরও বলেন, “বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিকে স্মরণীয় করে রাখতে চীন সরকার বাংলাদেশের জনগণের জন্য এক হাজার শয্যার একটি হাসপাতাল উপহার দেওয়ার ঘোষণা দিয়েছে। এই উদ্যোগ জনমনে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।”
আলোচনায় দুই দেশের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা, যৌথ প্রকল্প বাস্তবায়ন এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করা হয়।
আঁখি