
ছবি: জনকণ্ঠ
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়নে ভবন নির্মাণ নিয়ে চাচা ও ভাতিজার দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নারী পুরুষ সহ অন্তত ৫ জন আহত হয়েছেন।
শনিবার (৩ মার্চ) দুপুর ভরপাশা ইউনিয়নের কৃষ্ণকাঠী গ্রামে পারিবারিক জমিতে ভবন নির্মাণকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়নের কৃষ্ণকাঠী গ্রামের আনছার আলী হাওলাদার ও বাহাদুর হাওলাদার চাচা ভাতিজার মধ্যে জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। বিরোধী সম্পত্তি নিয়ে উভয় পক্ষের মধ্যে একাধিক মামলাও হয়। আদালতের ওই মামলায় আনছার আলী হাওলাদার রায় পেয়ে একটি ভবন নির্মাণ কাজ শুরু করেন।
গতকাল ২ মে (শুক্রবার) সকাল ৯ টায় বাহাদুর হাওলাদার লোকজন নিয়ে তার চাচা আনসার হাওলাদারের নির্মাণাধীন ভবনের সেন্টারিং এর মালামাল ভাঙচুর করে।
ভাঙচুর ঘটনায় আনসার হাওলাদার বাদি হয়ে গতকাল (শুক্রবার) ১৪ জনকে আসামি করে বাকেরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। আজ দুপুরে পুলিশ আসামি গ্রেফতার করতে গেলে পুলিশের উপস্থিতিতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় পুলিশ রঞ্জু হাওলাদারকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত রঞ্জু হাওলাদার কে আনছার হাওলাদারের লোকজন পুলিশের উপস্থিতি পিটিয়ে আহত করে।
এ সময় রঞ্জুর মা পারুল বেগম এগিয়ে আসলে আনছার হাওলাদারের লোকজন পিটিয়ে ওই নারীর একটি হাতের আঙ্গুল ভেঙে দেয়। সংঘর্ষে উভয় পক্ষের নারী পুরুষ সহ অন্তত ৫ জন আহত হয়েছে। সংঘর্ষে আহতদের মধ্যে দুইজনকে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং অন্যদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, আগেই বিষয়টি নিয়ে উত্তেজনা দেখা দিলেও প্রশাসনিক উদ্যোগে তা নিষ্পত্তির কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত নজরদারি জোরদার করেছে।
বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সফিকুল ইসলাম বলেন, পুলিশ যাওয়ার আগেই উভয়পক্ষ মুখোমুখি অবস্থানে ছিল। সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তদন্ত চলছে, দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
শহীদ