ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

সন্ত্রাসের মদদদাতারা রেহাই পাবে না, পাকিস্তানকে মোদীর কড়া বার্তা

প্রকাশিত: ২৩:২৯, ৩ মে ২০২৫

সন্ত্রাসের মদদদাতারা রেহাই পাবে না, পাকিস্তানকে মোদীর কড়া বার্তা

ছবিঃ সংগৃহীত

গত সপ্তাহে জম্মু ও কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা নতুন করে চরমে পৌঁছেছে। শনিবার উভয় দেশের মধ্যে পাল্টাপাল্টি ব্যবস্থা গ্রহণের ফলে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে।

ভারত সরকার ইতোমধ্যে পাকিস্তানের সঙ্গে ইন্দাস পানি চুক্তির প্রক্রিয়া স্থগিত করেছে এবং পাকিস্তানি নাগরিকদের ভিসা প্রদান বন্ধ করার পাশাপাশি তাদের বহিষ্কারও করেছে।

পাকিস্তানের পক্ষ থেকে নিয়ন্ত্রণ রেখা (LoC) বরাবর অব্যাহত গুলিবর্ষণের জবাবে ভারতীয় সেনাবাহিনী সময়োপযোগী ও আনুপাতিক প্রতিক্রিয়া জানিয়েছে বলে জানানো হয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সন্ত্রাসবাদকে "মানবতার জন্য সবচেয়ে বড় হুমকি" হিসেবে আখ্যায়িত করে সন্ত্রাসী ও তাদের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে "দৃঢ় ও সিদ্ধান্তমূলক" পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।

ভারত হামলার পেছনে “সীমান্তপারের যোগসূত্র” থাকার অভিযোগ এনে দোষীদের “চরম শাস্তি” দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।

অন্যদিকে, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নসহ বিশ্বের প্রধান শক্তিগুলো ভারত-পাকিস্তানকে উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছে এবং পাহেলগাম হামলার তীব্র নিন্দা জানিয়েছে।

ভারত পুনরায় জানিয়েছে, এই বর্বরোচিত হামলার "পরিকল্পনাকারী, সহায়তাকারী ও পৃষ্ঠপোষকদের" অবশ্যই জবাবদিহির আওতায় আনা উচিত।

সূত্রঃ হিন্দুস্থান টাইমস

ইমরান

আরো পড়ুন  

×