ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে কমলগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে আলোচনা সভা

নিজস্ব সংবাদদাতা, কমলগঞ্জ

প্রকাশিত: ২৩:৪১, ৩ মে ২০২৫

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে কমলগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে আলোচনা সভা

ছবি: জনকণ্ঠ

"সাহসী নতুন বিশ্বে রিপোর্টিং-স্বাধীন গণমাধ্যমে এআইয়ের প্রভাব"এ স্লোগানে মৌলভীবাজারের কমলগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৩ মে) রাত সাড়ে ৮ টায় কমলগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের আহ্বায়ক এম এ ওয়াহিদ রুলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সুত্রধর। 

সাংবাদিক নির্মল এস পলাশের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কমলগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব আহমেদুজ্জামান আলম, সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজা,প্রণীত রঞ্জন দেবনাথ, শাহীন আহমেদ, মোস্তাফিজুর রহমান,আসহাবুজ্জামান শাওন, সালাহউদ্দিন শুভ,শামীম তালুকদার,মোনায়েম খান,মুমিন আহমেদ,জালাল উদ্দিন প্রমূখ।

আলোচনা সভায় বক্তারা স্বাধীন সাংবাদিকতায় যেকোন প্রতিবন্ধকতা রোধে সাংবাদিকদের সর্বোচ্চ সহযোগীতা প্রদানের প্রতিশ্রুতি দেন। এসময় কমলগঞ্জে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য জাতিসংঘ সাধারণ পরিষদ ১৯৯৩ সালে ৩ মে-কে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস হিসেবে ঘোষণা করেছে। এরপর থেকেই বিশ্বব্যাপী গণমাধ্যম কর্মীরা এ দিবসটি পালন করে আসছে। 

শহীদ

×