ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

নীলফামারী শহরের হৃদপিন্ড বড় মাঠকে সুশীতল করতে সৌন্দর্য বর্ধণ কাজের উদ্বোধন করলেন ডিসি

স্টফরিপোর্টার, নীলফামারী

প্রকাশিত: ২২:৫৩, ৩ মে ২০২৫; আপডেট: ২২:৫৭, ৩ মে ২০২৫

নীলফামারী শহরের হৃদপিন্ড বড় মাঠকে সুশীতল করতে সৌন্দর্য বর্ধণ কাজের উদ্বোধন করলেন ডিসি

নীলফামারী জেলা প্রশাসক  মোহাম্মদ নায়িরুজ্জামান বলেছেন, জেলা শহর নীলফামারীর হৃদপিন্ড হলো কেন্দ্রীয় মাঠ। এখানে প্রতিদিন সকালে বিকাল ও সন্ধ্যায় মানুষের আনাগোনা মুখোরিত হয়ে উঠে। কিন্তু অনেক ঘাটতি রয়েছে মানুষকে বিনোদন দেয়ার জন্য। আমরা মাঠজুড়ে বিভিন্ন গাছ লাগিয়ে সুশীতল করতে চাই । এতে যেমন সৌন্দর্য বাড়বে তেমনি মানুষও উপকৃত হবে।

শনিবার (৩ মে)  বিকেলে  নীলফামারী পৌর ফিটনেস সেন্টার ও মাঠের সৌন্দর্য বর্ধণ কাজের ফলক উম্মচনের মাধ্যমে উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে  তিনি এসব কথা বলেন।

এ সময় পৌর প্রশাসক সাইদুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকার, জেলা জজ আদালতের সরকারী কৌশুলি (জিপি) এ্যাডভোকেট আবু মোহাম্মদ সোয়েম, পৌর বিএনপির সভাপতি মাহবুব উর রহমান, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আল মাসুদ চৌধুরী, প্রমুখ উপস্থিত ছিলেন।

পৌর প্রশাসকের দায়িত্বে থাকা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাইদুল ইসলাম জানান,“এই মাঠে নানা বয়সী মানুষ প্রতিদিন সময় কাটাতে আসে। তাই তাদের মানসিক প্রশান্তি ও শারীরিক সুস্থতা নিশ্চিত করতে আমরা মাঠটিকে সবুজায়ন করছি এবং ফিটনেস সেন্টার গড়ে তুলেছি। এটি ভবিষ্যতে আরও সম্প্রসারিত হবে।”
 

 

রাজু

×