
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের সোনারামপুর গ্রাম থেকে একটি ব্যক্তিগত বন্দিশালা থেকে মুক্ত হন দুইজন বন্দি। এ ঘটনায় রায়গঞ্জ থানায় পৃথক দুটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগীদের পরিবার।
ঘটনার মূল অভিযুক্ত পল্লী চিকিৎসক নাজমুল হাসান আরাফাতকে দুই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান জানান, বন্দিশালা থেকে মুক্ত হওয়া শিল্পী খাতুনের স্বামী লক্ষ্মী বিষ্ণু প্রসাদ, গ্রামের মুনসুর আলীকে বাদী করে ১৩ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেছেন। একই ঘটনায় পূর্ব পাইকড়া গ্রামের উদ্ধারকৃত জুব্বার হোসেনের ছেলে শফিকুল ইসলাম আরও একটি মামলা দায়ের করেন, যাতে ৬ জনের নাম উল্লেখ করা হয়েছে।
এই ঘটনায় এখন পর্যন্ত আরাফাত ব্যতীত অন্য কাউকে গ্রেপ্তার করা হয়নি। গ্রেপ্তারকৃত আরাফাতকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, ঘটনার তদন্ত চলছে এবং দোষীদের আইনের আওতায় আনা হবে।
উল্লেখ্য, শুক্রবার সকালে রায়গঞ্জে একটি মিনি 'আয়নাঘর'-এর সন্ধান পাওয়া যায়, যেখানে সাধারণ মানুষকে আটক রাখা হতো।
এম.কে.