ঢাকা, বাংলাদেশ   রোববার ০৪ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

আমরা ভারতের কোনও ফাঁদে পা দেব না, মার্কিন ভাইস প্রেসিডেন্টের বার্তার প্রতিক্রিয়ায় পাকিস্তান

প্রকাশিত: ১১:৩২, ৩ মে ২০২৫; আপডেট: ১১:৩২, ৩ মে ২০২৫

আমরা ভারতের কোনও ফাঁদে পা দেব না, মার্কিন ভাইস প্রেসিডেন্টের বার্তার প্রতিক্রিয়ায় পাকিস্তান

আমরা আশা করি ভারত সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়া এমনভাবে জানাবে, যাতে এটি বৃহত্তর আঞ্চলিক সংঘাতের দিকে না যায় বলে মন্তব্য করেছেন, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের ‘স্পেশাল রিপোর্ট উইথ ব্রেট বেয়ার’ শোতে এক সাক্ষাৎকারে ভ্যান্স এ কথা বলেন।

জেডি ভ্যান্স বলেন, ‘ওয়াশিংটন আশা করে, ইসলামাবাদ ‘পাকিস্তান-ভিত্তিক সন্ত্রাসীদের’ ধরতে ভারতকে সহযোগিতা করবে। ’

তিনি বলেন, ‘আমাদের আশা হলো ভারত এই সন্ত্রাসী হামলার এমনভাবে প্রতিক্রিয়া জানাবে, যাতে তা বৃহত্তর আঞ্চলিক সংঘাতের দিকে না যায়।’

মার্কিন এই ভাইস প্রেসিডেন্ট আরও বলেন, ‘আমরা আশা করি, পাকিস্তান যতটা সম্ভব ভারতকে সহযোগিতা করবে, যাতে তাদের ভূখণ্ডে সক্রিয় সন্ত্রাসীদের খুঁজে বের করা হয় এবং তাদের মোকাবিলা করা হয়।’

এদিকে, পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের ‘নয়া পাকিস্তান’ অনুষ্ঠানে প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ মার্কিন ভাইস প্রেসিডেন্টের বক্তব্যের তীব্র সমালোচনা করে বলেন, ‘জেডি ভ্যান্স উত্তেজনা বৃদ্ধির বিরুদ্ধে আহ্বান জানালেও, তিনি (ভারতের) সীমিত পদক্ষেপের সুযোগও রেখেছেন, যা ২০১৯ সালে দেখা গেছে। তবে ভারত যদি এমন কোনও পদক্ষেপ নেয়, তাহলে আমরা তাদের প্রচেষ্টা ব্যর্থ করব এবং জোরালোভাবে জবাব দেব।’

খাজা আসিফ বলেন, ‘ভারতীয় রাফায়েল জেটের সীমান্ত কার্যকলাপ কেবল উস্কানিমূলক ছিল, কিন্তু পাকিস্তান তাদের যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে কার্যকরভাবে প্রতিহত করেছে।  আমরা ভারতের কোনও ফাঁদে পা দেব না।’

তথ্যসূত্র: দ্য নিউজ ইন্টারন্যাশনাল

ফুয়াদ

×