ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

পোপের আসনে নিজেকে কল্পনা করে এআই ছবি পোস্ট করলেন ট্রাম্প

প্রকাশিত: ২৩:০৩, ৩ মে ২০২৫

পোপের আসনে নিজেকে কল্পনা করে এআই ছবি পোস্ট করলেন ট্রাম্প

ছবি: সংগৃহীত

পোপ ফ্রান্সিসের মৃত্যুর পর নতুন পোপ নির্বাচনের তোড়জোড় চলছে ভ্যাটিকানে। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় নিজের একটি এআই-জেনারেটেড ছবি পোস্ট করেছেন, যেখানে তাঁকে পোপের পোশাকে দেখা যাচ্ছে। বিষয়টি নিয়ে বিশ্বজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

ট্রাম্প Truth Social-এ ছবিটি পোস্ট করে মজা করে লিখেছেন, তিনি নিজেই পোপ হতে চান। পরে অবশ্য তিনি বলেন, এটা নিছক রসিকতা। একইসঙ্গে তিনি নিউ ইয়র্কের আর্চবিশপ কার্ডিনাল টিমোথি ডোলানের নাম প্রস্তাব করেন সম্ভাব্য পোপ হিসেবে।

ছবিটি ভাইরাল হয়ে পড়লেও তা নিয়ে মতভেদ দেখা গেছে। কেউ বিষয়টিকে হাস্যকর ও নিরীহ হিসেবে দেখেছেন, কেউবা এটিকে "অমর্যাদাকর" বলে নিন্দা করেছেন।

ক্যাথলিক ধর্মাবলম্বীদের কাছে এই ইস্যু স্পর্শকাতর হওয়ায় সমালোচনা জোরালো হয়। তবে ডানপন্থী কলামিস্ট ডাস্টান গ্রেজ এ সমালোচনাকে তুচ্ছ মনে করে বলেন, ট্রাম্পকে যিশুর সঙ্গে তুলনা করা হলে যেভাবে সমালোচনা হয়, এই পোপ ছবিটি তার চেয়ে অনেক হালকা। এটা নিছক মজা।

অন্যদিকে ডেমোক্রেটিক অ্যাক্টিভিস্ট হ্যারি সিসন ট্রাম্পকে "শিশুসুলভ আচরণকারী নেতা" বলে কটাক্ষ করেছেন।

ট্রাম্প নিজে একসময় প্রেসবিটারিয়ান ধর্মাবলম্বী হলেও এখন নিজেকে "নন-ডিনোমিনেশনাল খ্রিস্টান" হিসেবে পরিচয় দেন।

এদিকে আগামী ৭ মে শুরু হচ্ছে পোপ নির্বাচনের জন্য ক্যাথলিক চার্চের কনক্লেভ। নামজারি ছাড়া এই নির্বাচনে পবিত্রতা ও প্রার্থনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে। সম্ভাব্য পোপ প্রার্থীদের মধ্যে আছেন:

  • কার্ডিনাল পিয়েত্রো প্যারোলিন (ভ্যাটিকান সেক্রেটারি অব স্টেট)
  • কার্ডিনাল লুইস আন্তোনিও টাগলে
  • কার্ডিনাল পিটার এরদো
  • কার্ডিনাল ফ্রিডোলিন আমবঙ্গো বেসুংগু
  • কার্ডিনাল রেমন্ড বার্ক
  • কার্ডিনাল মাতেও জুপ্পি

 

নিউ ইয়র্কের সেন্ট প্যাট্রিক ক্যাথেড্রালে আয়োজিত প্রার্থনায় আর্চবিশপ ডোলান বলেন, পোপ নির্বাচন কঠিন মনে হলেও, আমাদের বিশ্বাস, পবিত্র আত্মা ইতোমধ্যে নতুন পোপ ঠিক করে রেখেছেন—আমাদের শুধু তাঁকে খুঁজে বের করতে হবে।

তথ্যসূত্রঃ ফক্স নিউজ

এসএফ 

আরো পড়ুন  

×