
বিএসএফের কাছ থেকে ৮ ঘণ্টা পর ছাড়া পেল মামা-ভাগ্নে
পাটগ্রাম উপজেলার গাটিয়ারভিটা সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া এসএসসি পরীক্ষার্থী মাহফুজ ইসলাম রিমন ও তার মামা সাজেদুল ইসলামকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। দীর্ঘ ৮ ঘণ্টা পর শনিবার রাত ২টার দিকে বুড়িমারি স্থলবন্দরের জিরো পয়েন্ট দিয়ে তাদের ফেরত দেওয়া হয়। গণমাধ্যমকর্মীদের কাছে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে বিজিবি।
জানা গেছে, আন্তর্জাতিক সীমান্তের ৮২৫ নম্বর মেইন পিলারের ১ নম্বর সাবপিলার সংলগ্ন এলাকায় কাঁটাতারের বেড়ার এপারে অবস্থিত একটি ভারতীয় চা বাগানে ছবি তুলতে গেলে রিমন ও সাজেদুলকে আটক করে ভারতের অভ্যন্তরে নিয়ে যায় বিএসএফ সদস্যরা। ঘটনা জানাজানি হয়ে গেলে বিজিবি বিএসএফের সঙ্গে যোগাযোগ শুরু করে। পরে উভয় পক্ষের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে মামা-ভাগ্নেকে ফেরত দিতে রাজি হয় বিএসএফ।
দেশে ফিরে আসার পর রিমন ও সাজেদুলকে তাদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে পাটগ্রাম থানার ওসি আশরাফুজ্জামান সরকার জানান, বিজিবির পতাকা বৈঠকে সাড়া দিয়ে বিএসএফের হেফাজতে থাকা দুজন বাংলাদেশীকে রাতেই ফেরত দিয়েছে। পরে তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, গত শুক্রবার শেষ বেলায় পাটগ্রাম উপজেলার গাটিয়ার ভিটা সীমান্তের চা বাগান ও পুকুর পাড়ে ছবি তুলতে যায় মাহফুজ ইসমলাম রিমন। এসময় বগুড়া থেকে বেড়াতে আসা তার মামা সাজেদুল ইসলাম সঙ্গে ছিলেন। সীমান্তের কাছাকাছি পেয়ে তাদেরকে আটক করে ভারতের অভ্যন্তরে নিয়ে যায় বিএসএফ।