ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৭ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

সিঙ্গাপুর নির্বাচন: ক্ষমতাসীন দলের ক্ষমতায় ফেরার সম্ভাবনা

প্রকাশিত: ০০:৪৭, ৪ মে ২০২৫

সিঙ্গাপুর নির্বাচন: ক্ষমতাসীন দলের ক্ষমতায় ফেরার সম্ভাবনা

ছবি: সংগৃহীত

সিঙ্গাপুরে সাধারণ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। আগেভাগেই ভোটকেন্দ্রে হাজির হয়েছেন ভোটাররা। ধারণা করা হচ্ছে, দীর্ঘদিন ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী লরেন্স ওয়াংয়ের দল পিপলস অ্যাকশন পার্টি (PAP) আবারও সরকার গঠনের দৌড়ে এগিয়ে থাকবে। 

স্বাধীনতা-পরবর্তী সময়ে এই নগররাষ্ট্রে PAP কখনোই নির্বাচনে পরাজিত হয়নি। যদিও রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এবার বিরোধী দলগুলো কিছুটা দাপট দেখাতে সক্ষম হয়েছে। বিশেষত ওয়ার্কার্স পার্টি (WP) উল্লেখযোগ্য শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে।

গতবারের নির্বাচনে রেকর্ড ১০টি আসন জিতেছিল ওয়ার্কার্স পার্টি, যা PAP-এর শক্তিমত্তার জায়গায় চাপ সৃষ্টি করেছিল। এবারের নির্বাচনে আসন সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৭টি, যেখানে ২০২০ সালে ছিল ৯৩টি।

বিশ্লেষকরা মনে করছেন, PAP-এর সামগ্রিক জনপ্রিয় ভোটে কিছুটা স্খলন ঘটতে পারে। জীবনযাত্রার ব্যয়বৃদ্ধি, আবাসনের উচ্চমূল্য এবং পণ্য ও বিক্রয় কর বৃদ্ধি সাধারণ ভোটারদের ওপর প্রভাব ফেলেছে। ২০২০ সাল থেকে ভোক্তা মূল্যস্ফীতি গড়ে ১৭ শতাংশ বেড়েছে, যা নাগরিকদের অর্থনৈতিক চাপে ফেলেছে।

একজন বিশ্লেষক মন্তব্য করেন, যদিও বড় ধরনের ধস PAP-এর ক্ষেত্রে সম্ভাব্য নয়, তবে আসনসংখ্যার ক্ষেত্রে কিছু ক্ষতি হতে পারে। এটি বিরোধীদের শক্তিশালী অবস্থান গড়ে তুলতে সহায়ক হবে।

বর্তমানে সিঙ্গাপুরে রাজনৈতিক প্রচারণার ধরনেও পরিবর্তন এসেছে। সোশ্যাল মিডিয়ার ব্যাপক ব্যবহার এবং রাজনৈতিক নেতাদের পডকাস্টে অংশগ্রহণ আগের চেয়ে অনেক বেড়েছে। তরুণ ভোটারদের কাছে পৌঁছাতে এটি কার্যকর ভূমিকা রাখছে বলে মনে করা হচ্ছে।

রাজনীতির বিশ্লেষণে অনেকেই বলছেন, PAP-এর নিয়ন্ত্রণ টিকে থাকলেও তাদের আধিপত্যে আঘাত আসতে পারে, যা আগামী বছরগুলোতে সিঙ্গাপুরের রাজনীতির গতিপথে বড় পরিবর্তন আনতে পারে।

সূত্রঃ আল-জাজিরা

এসএস

×