ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৬ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

সৌদি আরবকে ৩৫০ কোটি ডলারের ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ২২:১২, ৩ মে ২০২৫

সৌদি আরবকে ৩৫০ কোটি ডলারের ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

ছবি: সংগৃহীত

সৌদি আরবের কাছে ৩৫০ কোটি মার্কিন ডলারের ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ সংক্রান্ত একটি চুক্তিতে অনুমোদন দেন বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, এই ক্ষেপণাস্ত্র সরবরাহ চুক্তির বিস্তারিত কংগ্রেসে জানানো হয়েছে। চুক্তির আওতায় সৌদি আরবকে সরবরাহ করা হবে মধ্যপাল্লার এক হাজার এআইএম-১২০ ক্ষেপণাস্ত্র। আকাশে থাকা লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম এই ‘এয়ার-টু-এয়ার’ ক্ষেপণাস্ত্রগুলো যেকোনো আকাশযান থেকে নিক্ষেপ করা যায়।

চুক্তির অনুমোদনের পাশাপাশি ট্রাম্প ১৩ থেকে ১৬ মে সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত সফর করবেন বলে জানানো হয়েছে। এর আগে, সদ্য প্রয়াত পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে তিনি একটি সংক্ষিপ্ত সফরে ইতালির রাজধানী রোমে যান। এটি ছিল দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর তার প্রথম বিদেশ সফর।

ট্রাম্প প্রশাসন শুরু থেকেই সৌদি আরবের সঙ্গে বড় পরিসরে বাণিজ্যিক সম্পর্ক জোরদারের আগ্রহ দেখিয়ে আসছে। পাশাপাশি ইউক্রেন সংকট সমাধানে সৌদি আরব বর্তমানে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক মধ্যস্থতাকারী হিসেবেও বিশ্বমঞ্চে ভূমিকা রাখছে।

ভিডিও দেখুন: https://www.youtube.com/watch?v=Kij8dGpqTfM

এম.কে.

আরো পড়ুন  

×