ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

ভারতে যে কৌশলে নিষিদ্ধ হল পাকিস্তানের ক্রিকেটার বাবর-রিজওয়ান-শাহিন

প্রকাশিত: ২২:১৭, ২ মে ২০২৫

ভারতে যে কৌশলে নিষিদ্ধ হল পাকিস্তানের ক্রিকেটার বাবর-রিজওয়ান-শাহিন

প্রতিবেশী ভারত-পাকিস্তানের বৈরী সম্পর্কের প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনে। ভারতে এবার নিষিদ্ধ করা হয়েছে পাকিস্তানের দুই তারকা ক্রিকেটার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট।

শুধু বাবর-রিজওয়ানই নয়, পাকিস্তানের আরও তারকার অ্যাকাউন্ট ব্লক করেছে ভারত। এর মধ্যে আছে ক্রিকেটার শাহিন আফ্রিদি, হানিয়া আমির ও আলী ফজলের মতো জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী, অলিম্পিক স্বর্ণপদক বিজয়ী জ্যাভেলিন থ্রোয়ার আরশাদ নাদিমের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। 

ভারত থেকে নাদিমের ইনস্টাগ্রাম পেইজে প্রবেশ করার চেষ্টা করা হলে বার্তা আসে, ‘ভারতে অ্যাকাউন্টটি পাওয়া যাবে না। এর কারণ হচ্ছে আমরা এসব বিষয় সীমাবদ্ধ করার জন্য একটি আইনি অনুরোধ মেনে নিয়েছি।’

পেহেলগামে হামলার পর থেকেই প্রচুর অনুসারী থাকা পাকিস্তানি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে ভারত। এরই মধ্যে শোয়েব আখতার, বাসিত আলি, শহীদ আফ্রিদিসহ পাকিস্তানি তারকাদের বেশ কয়েকটি ইউটিউব চ্যানেলও বন্ধ করেছে ভারত। 

সূত্র: এনডিটিভি

ফুয়াদ

×