ঢাকা, বাংলাদেশ   রোববার ০৪ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

আমরা গর্বিত, আমাদের একজন বেগম খালেদা জিয়া আছেন, যিনি জাতীয় ঐক‍্যের প্রতীক: আসিফ

প্রকাশিত: ১১:৪৭, ৩ মে ২০২৫; আপডেট: ১১:৪৯, ৩ মে ২০২৫

আমরা গর্বিত, আমাদের একজন বেগম খালেদা জিয়া আছেন, যিনি জাতীয় ঐক‍্যের প্রতীক: আসিফ

ছবি : সংগৃহীত

বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর তার ফেসবুক টাইমলাইনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দেশে ফেরার বিষয়ে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন। তিনি লিখেছেন, বেগম খালেদা জিয়া কাতার সরকারের পাঠানো একটি রাজকীয় বিমানে চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন এবং ইনশাআল্লাহ ৫ই মে তিনি দেশে ফিরবেন। তিনি জানান, ইন্টারিম সরকারের ব্যবস্থাপনায় বেগম জিয়ার জন্য স্পেশাল এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছিল, এ জন্য তিনি সরকারকে ধন্যবাদ জানান।

 

 

আসিফ আকবর আরও লেখেন, হিথ্রো এয়ারপোর্টের মতো ব্যয়বহুল বিমানবন্দরে সরকারি অর্থের অপব্যয় এড়ানোর লক্ষ্যে বেগম জিয়া বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। ওই ফ্লাইটটি সিলেট হয়ে ঢাকায় আসে। বিমান কর্তৃপক্ষ চেয়েছিল ফ্লাইটটি যেন সরাসরি ঢাকায় আসে এবং পরে সিলেট যায়, তবে বেগম জিয়া নিয়মের ব্যত্যয় না ঘটিয়ে সাধারণ যাত্রীদের মতো সিলেট হয়ে ঢাকায় ফিরছেন। তিনি বাংলাদেশ বিমানকেও ধন্যবাদ জানিয়েছেন বেগম জিয়াকে যথাযোগ্য সম্মান জানানোর জন্য।

 

 

আসিফ আকবর বেগম খালেদা জিয়াকে ‘বাংলাদেশি জাতীয়তাবাদের মূর্ত প্রতীক’ আখ্যা দিয়ে বলেন, সারাজীবন তিনি দেশের জন্য কাজ করেছেন, কষ্ট করেছেন এবং নিপীড়িত হয়েছেন। তিনি বেগম জিয়াকে জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে উল্লেখ করে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

তিনি স্ট্যাটাসে অনুরোধ করে বলেন, বেগম জিয়ার আগমনের দিন কেউ যেন এয়ারপোর্টে ভিড় করে হাঙ্গামা না করে এবং রাস্তা বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি না করে। এ ধরনের সিদ্ধান্তই হবে আরও মহত্তর।

শেষে তিনি “ভালবাসা অবিরাম” বলে নিজের আবেগ প্রকাশ করেন।

আঁখি

×