
বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাকড হয়েছে।
শনিবার (৩ মে) রাতে মন্ত্রণালয় সূত্র জানায়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাকড হয়েছে।
ধারণা করা হচ্ছে, ইন্দোনেশিয়া থেকে পেজটি হ্যাকড হয়েছে।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে পেজটি উদ্ধারে ফেসবুকের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
এদিকে, রাত সাড়ে ৮টায় দেখা যায়, হ্যাকড ফেসবুক পেজ থেকে জুয়ার লাইভ প্রচার করা হচ্ছে। পরে পেজটি বন্ধ করে দেয়া হয়।
এই রিপোর্ট লেখা পর্যন্ত পেজটির আর দেখা মেলেনি।
ফুয়াদ