
ছবি: সংগৃহীত।
পুলিশের কাজে বাধা, ভাঙচুর, বিস্ফোরক দ্রব্য ব্যবহারসহ বিভিন্ন অভিযোগে দায়ের করা আরও চারটি মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় দাসকে গ্রেপ্তার দেখানোর (শ্যোন অ্যারেস্ট) আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৬ মে) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দিন মাহমুদ ভার্চ্যুয়াল শুনানি শেষে পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন জানান, চিন্ময় দাস বর্তমানে কারাগারে আছেন। কোতোয়ালি থানায় দায়ের করা চারটি মামলায়—যার মধ্যে রয়েছে পুলিশের কাজে বাধা, আইনজীবী ও বিচারপ্রার্থীদের ওপর হামলা এবং বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের অভিযোগ—এসব মামলার তদন্ত কর্মকর্তা তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
শুনানির সময় চিন্ময় দাসের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।
এর আগে গতকাল সোমবার (৫ মে) আইনজীবী সাইফুল ইসলাম হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখান আদালত।
প্রসঙ্গত, ২০২৩ সালের ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত চত্বরে জামিন সংক্রান্ত বিষয়ে সংঘর্ষের সময় আইনজীবী সাইফুল ইসলামকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় নিহতের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে ৩১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন।
এ ছাড়া পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা ও ককটেল বিস্ফোরণ ঘটানোর অভিযোগে আরও পাঁচটি মামলা দায়ের হয়। সব মিলিয়ে এ ঘটনায় ছয়টি মামলায় ৫১ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে ২১ জন হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার রয়েছেন।
নুসরাত