ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

হবিগঞ্জে ৩২ হাজার টন ধান ও চাল সংগ্রহ হবে, কর্মসূচি উদ্বোধন 

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ

প্রকাশিত: ০০:০৬, ৪ মে ২০২৫

হবিগঞ্জে ৩২ হাজার টন ধান ও চাল সংগ্রহ হবে, কর্মসূচি উদ্বোধন 

হবিগঞ্জ জেলায় চলতি বোরো মৌসুমে ৭০ শতাংশ কাটা সম্পন্ন হয়েছে। এখানে সরকারিভাবে এ মৌসুমে ৩২ হাজার ৬৩৩ মেট্রিক টন ধান ও চাল সংগ্রহ করা হবে।

এ লক্ষ্যে শনিবার (৩ মে) দুপুরে হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলায় ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো. মাসুদুল হাসান। উদ্বোধনী দিনে ৬ জন কৃষকের কাছ থেকে ১৮ টন ধান ক্রয় করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা বেগম সাথী।  
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট অঞ্চলের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক এসএম সাইফুল ইসলাম, হবিগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আকতারুজ্জামান, জেলা খাদ্য নিয়ন্ত্রক চাই থোয়াই প্রু মার্মাসহ অন্যান্য কর্মকর্তারা।

জেলা খাদ্য বিভাগ জানায়, জেলার ১৪টি অটো রাইস মিল থেকে চাল ও ধান সংগ্রহ করা হচ্ছে অনলাইনে লটারির মাধ্যমে কৃষক নির্বাচন করে। সরকার নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী ৮ হাজার ২৫৭ টন ধান, ১৯ হাজার ৭৯৭ টন সেদ্ধ চাল এবং ৪ হাজার ৮৭৯ টন আতপ চাল সংগ্রহ করা হবে। ধান প্রতি কেজি ৩৬ টাকা, সেদ্ধ চাল ৪৯ টাকা ও আতপ চাল ৪৮ টাকায় কৃষকদের কাছ থেকে ক্রয় করা হবে।

জেলা কৃষি বিভাগ জানায়, জেলায় চলতি বোরো মৌসুমে মোট ১ লাখ ২৩ হাজার ৭৩৬ হেক্টর জমিতে ধান আবাদ হয়। এর মধ্যে ৫০ হাজার ৮৮৫ হেক্টর জমিতে হাইব্রিড জাত, ৭২ হাজার ৮০১ হেক্টর জমিতে উফশী জাত এবং ৫০ হেক্টরে স্থানীয় জাতের ধান রোপণ হয়েছিল। বোরো ধান কাটা শুরু হয়েছে। এখানে শনিবার সন্ধ্যা পর্যন্ত ৭০ শতাংশ ধান কাটা সম্পন্ন হয়েছে। ফসল উৎপাদনের হিসেবে হাইব্রিড জাত থেকে প্রতি হেক্টরে গড়ে ৪ দশমিক ৬৮ টন, উফশী জাত থেকে ৬ দশমিক ৯৩ টন এবং স্থানীয় জাত থেকে ১ দশমিক ৯ টন হারে চাল উৎপাদন হচ্ছে।

সে অনুযায়ী জেলায় এবার বোরো মৌসুমে মোট ৫ লাখ ২৪ হাজার ৩৪৫ টন চাল এবং প্রায় ৭ লাখ ৮৬ হাজার ৫১৮ টন ধান উৎপাদনের সম্ভাবনা রয়েছে।

রাজু

×