ঢাকা, বাংলাদেশ   রোববার ০৪ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

শাপলা চত্বরে গণহত্যার জন্য হাসিনার বিরুদ্ধে মামলা দায়ের করতে হবে, এটা আমার এক নম্বর দাবি: মাহমুদুর রহমান

প্রকাশিত: ১৩:৫২, ৩ মে ২০২৫; আপডেট: ১৩:৫৩, ৩ মে ২০২৫

শাপলা চত্বরে গণহত্যার জন্য হাসিনার বিরুদ্ধে মামলা দায়ের করতে হবে, এটা আমার এক নম্বর দাবি: মাহমুদুর রহমান

শাপলা চত্বরে ২০১৩ সালের ঘটনাকে ‘গণহত্যা’ উল্লেখ করে এর জন্য হাসিনার বিরুদ্ধে মামলা দায়েরের আহ্বান জানিয়েছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।শনিবার (৩ মে) দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।

বক্তব্যে মাহমুদুর রহমান বলেন, “হেফাজতের তরফ থেকে কিংবা ভিকটিমদের তরফ থেকে এখনো ২০১৩ সালের শাপলা গণহত্যার জন্য যে মাস্টারমাইন্ড ছিল, সেই দানব ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে মামলা দায়ের করা হয় নাই। আপনারা কেন এখনো মামলা দায়ের করেন নাই আমি জানিনা।”

তিনি আরও বলেন, “আমি মনে করি শাপলা চত্বরে যারা গণহত্যার শিকার হয়েছে, তাদের প্রত্যেকে শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার মামলা দায়ের করতে হবে। এটাই আমার আজকে এক নম্বর দাবি।”

মাহমুদুর রহমান বলেন, “দ্বিতীয় যে কথাটি আপনাদেরকে আমি বলতে চাই, আমরা মুসলমান। উম্মাহর প্রতি আমাদের ভালোবাসা থাকতে হবে। তাই গাজার শহীদ এবং কাশ্মীরের মুসলমানদের উপরে যে জুলুম চলছে, তার বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালাতে হবে।”

নারী নীতি ইস্যুতে সরকারের অবস্থান নিয়ে প্রশ্ন তুলে মাহমুদুর রহমান বলেন, “আপনারা নারী নীতি নিয়ে প্রশ্ন তুলেছেন। এ ব্যাপারে প্রথমে ডক্টর ইউনুস সরকারের প্রতি আমার একটি প্রশ্ন আছে। আপনারা কেন অপ্রয়োজনীয় ইস্যু তৈরি করছেন? নারী কমিশন করবার জন্যে জুলাই বিপ্লবের তরুণেরা জীবন দেয় নাই। তারা জীবন দিয়েছিল বাংলাদেশের ফ্যাসিবাদ মুক্ত করবার জন্যে। বাংলাদেশের ভারতীয় অগ্রাসনবাদ মুক্ত করবার জন্যে।”

তিনি বলেন, “কাজেই আপনারা সরকারে বসেছেন, যাতে বাংলাদেশে আর ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে। আপনাদের দায়িত্ব শুধুমাত্র সেই সংস্কারগুলি করা, যে সংস্কারের মাধ্যমে বাংলাদেশের ফ্যাসিবাদের পুনরুত্থানের পথ আমরা বন্ধ করতে পারব।”

ডক্টর ইউনুস সরকারের প্রতি সরাসরি বার্তা দিয়ে মাহমুদুর রহমান বলেন, “আপনারা অপ্রয়োজনীয় ইস্যু তৈরি করবেন না। আমরা দেখতে পেয়েছি, আপনারা অনেকগুলো অপ্রয়োজনীয় সংস্কার কমিশন করেছেন। এই সমস্ত সংস্কার কমিশনের কোন প্রয়োজন ছিল না। আপনারা রাষ্ট্রের সম্পদ এবং সময় নষ্ট করছেন। আমার অনুরোধ, এই সমস্ত কমিশন আপনারা বাতিল করে দেন। এই সমস্ত কমিশনের কোন প্রয়োজন নাই।”

আলেম ওলামাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “আপনারা নারী নীতি নিয়ে লড়াই করতে গিয়ে বৃহত্তর লড়াই থেকে সরে যাবেন না। আমাদের বৃহত্তর লড়াই ভারতীয় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই। আমাদের বৃহত্তর লড়াই ইসলামের জন্য আমাদের লড়াই। আপনারা যদি নারী নীতির মত একটা ইস্যু দিয়ে আন্দোলন করেন, তাহলে আমাদের যে বৃহত্তর আন্দোলন, এটা ক্ষতিগ্রস্ত হবে।”

তিনি বলেন, “নারী নীতির অবশ্যই আপনারা প্রতিবাদ করবেন। কিন্তু তার মানে এই না যে আমরা মূল লড়াই থেকে সরে যাব। মূল লড়াই থেকে আমাদের সরে যাওয়া যাবে না। এইজন্যে আপনাদের কাছে আমার আহ্বান, আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। আমি বিশ্বাস করি, বাংলাদেশের আলেম সমাজ যদি ঐক্যবদ্ধ থাকে, তাহলে বাংলাদেশের স্বাধীনতা কেউ ছিনিয়ে নিতে পারবে না।”

 

 

 

সূত্র:https://tinyurl.com/yc62dwrp

আফরোজা

×