
ছবি: সংগৃহীত
ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস জানিয়েছে, জেরুজালেমের আশপাশে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানল অবশেষে নিয়ন্ত্রণে এসেছে। টানা ৩০ ঘণ্টার চেষ্টার পর ইউরোপ থেকে সহায়তা পৌঁছানোর সঙ্গে সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
এই দাবানলে প্রায় ৫,০০০ একর এলাকা পুড়ে গেছে, যার মধ্যে ৩,০০০ একর ছিল বনাঞ্চল। আগুনটি শহরের বাইরে পাহাড়ি এলাকায় বুধবার শুরু হয়।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পরিস্থিতিকে জাতীয় জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করেন এবং আন্তর্জাতিক সহায়তার জন্য আবেদন জানান। গ্রীস, সাইপ্রাস, ক্রোয়েশিয়া ও ইতালি থেকে অগ্নিনির্বাপক বিমান পাঠানো হয়। এছাড়াও ইউক্রেন, স্পেন, ফ্রান্স এবং আরও কয়েকটি দেশ সহায়তা পাঠাতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে বলে জানা গেছে।
আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো নিশ্চিত কিছু জানা যায়নি, তবে নেতানিয়াহু জানিয়েছেন যে সন্দেহভাজন হিসেবে ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এখন পর্যন্ত কমপক্ষে এক ডজন মানুষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ১০ জনকে ঘটনাস্থলেই চিকিৎসা দেওয়া হয়েছে।
জেরুজালেম জেলার ফায়ার ডিপার্টমেন্ট কমান্ডার শমূলিক ফ্রিডম্যান জানান, “এটা হয়তো দেশের ইতিহাসে সবচেয়ে বড় দাবানল।”
সূত্র: https://www.independent.co.uk/news/world/middle-east/israel-jerusalem-wildfires-map-cause-live-updates-b2743569.html
আবীর