ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

ট্রাম্পের আদেশে বন্ধ হতে পারে পাবলিক রেডিও ও টিভির তহবিল

প্রকাশিত: ০২:৪৭, ৩ মে ২০২৫

ট্রাম্পের আদেশে বন্ধ হতে পারে পাবলিক রেডিও ও টিভির তহবিল

ছবিঃ বিবিসি

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নির্বাহী আদেশ জারি করে Public Broadcasting Service (PBS) ও National Public Radio (NPR)-এর মতো পাবলিক সম্প্রচার মাধ্যমগুলোর জন্য ফেডারেল তহবিল বন্ধ করার নির্দেশ দিয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় ট্রাম্প অভিযোগ করেন, এই দুটি সংবাদমাধ্যম "পক্ষপাতদুষ্ট ও দলীয় স্বার্থে পরিচালিত সংবাদ প্রচার" করে। আদেশে Corporation for Public Broadcasting (CPB) বোর্ডকে নির্দেশ দেওয়া হয়েছে যেন তারা “আইনি সীমার মধ্যে যতটুকু সম্ভব” অর্থায়ন বন্ধ করে।

অবৈধ আদেশ” বলছে PBS
PBS ট্রাম্পের আদেশকে "খোলাখুলি অবৈধ" আখ্যা দিয়ে বলেছে, এটি আমেরিকানদের জন্য শিক্ষা ও তথ্যভিত্তিক অনুষ্ঠান প্রচারে মারাত্মক হস্তক্ষেপ করবে। CPB-এর প্রধান নির্বাহী প্যাট্রিসিয়া হ্যারিসন জানান, সংস্থাটি প্রেসিডেন্টের নিয়ন্ত্রণাধীন "ফেডারেল নির্বাহী সংস্থা নয়"।

“সংবিধান অনুযায়ী, কংগ্রেস CPB-কে একটি বেসরকারি, অলাভজনক ও স্বাধীন সংগঠন হিসেবে প্রতিষ্ঠা করেছে। এতে যুক্তরাষ্ট্রের কোনো দপ্তর, সংস্থা বা কর্মচারীকে আমাদের কার্যক্রমে হস্তক্ষেপের অনুমতি নেই,” — বলেন হ্যারিসন।

বর্তমানে কংগ্রেস ২০২৭ সাল পর্যন্ত CPB-এর বাজেট অনুমোদন করেছে। অথচ ট্রাম্প প্রশাসন তহবিল আটকে রেখে ইতোমধ্যে Radio Free Asia-কে তাদের অধিকাংশ সম্প্রচার বন্ধ করতে বাধ্য করেছে। সংস্থাটি শুক্রবার ঘোষণা দেয়, তারা কর্মী ছাঁটাই করে নিউজ কার্যক্রম প্রায় সম্পূর্ণ বন্ধ করছে।

গুরুতর প্রভাব ফেলবে সংবাদে স্বাধীনতা ও জরুরি তথ্য প্রবাহে
ট্রাম্পের নির্বাহী আদেশে বলা হয়, CPB যেন ভবিষ্যতেও PBS ও NPR-এর অর্থায়ন বন্ধ রাখে।

“তারা কী দৃষ্টিভঙ্গি প্রচার করে তা নয়, বরং ব্যাপারটা হলো—তারা করদাতাদের কাছে নিরপেক্ষ ও সঠিক সংবাদ তুলে ধরতে ব্যর্থ,” — বলা হয়েছে আদেশে।

PBS প্রধান নির্বাহী পলা কার্গার বলেন,আমরা গত ৫০ বছরের বেশি সময় ধরে শিক্ষামূলক ও জনসেবামূলক অনুষ্ঠান সম্প্রচার করে এসেছি। এই আদেশ আমাদের সেবাদানে বড় হুমকি।

এদিকে হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, পাবলিক মিডিয়াতে সরকারের অর্থায়ন এখন 'পুরনো ও অপ্রয়োজনীয়', এবং তা সাংবাদিকতার নিরপেক্ষতার ভাবমূর্তিতে ‘বিষাক্ত প্রভাব’ ফেলে।

প্রেস স্বাধীনতায় ভয়াবহ অবনতি
Reporters Without Borders (RSF) শুক্রবার সতর্ক করেছে যে, ট্রাম্প প্রশাসনে যুক্তরাষ্ট্রে সংবাদমাধ্যমের স্বাধীনতা ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং সারা বিশ্বেই স্বাধীন সাংবাদিকদের কাজ করতে “অভূতপূর্ব বাধা” সৃষ্টি হচ্ছে।

বর্তমানে প্রতি সপ্তাহে ৪ কোটির বেশি আমেরিকান NPR শুনে এবং প্রতি মাসে ৩ কোটি ৬০ লাখ দর্শক PBS-এর অনুষ্ঠান দেখে, এমনটাই জানিয়েছে সংস্থাগুলো।

NPR পরিচালনাকারী ক্যাথরিন মাহার জানিয়েছেন, ২০২৫ সালে CPB থেকে তারা প্রায় ১২ কোটি ডলার (যা তাদের মোট বাজেটের ৫%-এরও কম) পাওয়ার আশা করছিলেন।

শিল্পী ও সাংবাদিকদের পাশে থাকার বার্তা
বিশ্ব প্রেস স্বাধীনতা দিবসে আরইএম ব্যান্ডের গায়ক মাইকেল স্টাইপ সাংবাদিকদের প্রতি একাত্মতা জানিয়ে বলেন,সঙ্গীত হোক বা সংবাদ—সেন্সরশিপ যেখানেই হোক, সত্যের জন্য তা হুমকি। আমি বিশ্বের সাহসী সাংবাদিকদের প্রতি সম্মান জানাই

তথ্যসূত্র: বিবিসি

এসএফ

×