
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শনিবার (০৩ মে) আয়োজিত হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসমাবেশে বক্তৃতার এক পর্যায়ে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেন, এই নারী কমিশন করার জন্য জুলাই বিপ্লবে তরুণেরা জীবন দেয় নাই। এই সমস্ত সংস্কার কমিশনের কোনো প্রয়োজন নাই।
তিনি বলেন, ‘আমি অবাক হয়ে যাচ্ছি ২০১৩ সালের শাপলা চত্বরে গণহত্যার পেছনে যেই মাস্টারমাইন্ড ছিলো সেই দানব, ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়নি। আপনারা কেন এখনো মামলা দায়ের করেননি? দ্বিতীয়ত, গাজায় এবং কাশ্মীরে মুসলমানদের উপর যে জুলুম চলছে তার বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। তৃতীয়ত, আপনারা নারী নীতি নিয়ে প্রশ্ন তুলেছেন, প্রথমেই ড. ইউনূস সরকারের প্রতি আমার একটি প্রশ্ন আছে। আপনারা কেন অপ্রয়োজনীয় ইস্যু তৈরি করছেন? নারী কমিশন করার জন্য জুলাই বিপ্লবের তরুণরা জীবন দেয়নি। তারা জীবন দিয়েছিলো বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করার জন্য। এ দেশকে ভারতীয় আগ্রাসনবাদ থেকে মুক্ত করার জন্য। কাজেই আপনাদের দায়িত্ব শুধু সেই সংস্কারগুলো করা যেগুলোর মাধ্যমে বাংলাদেশের ফ্যাসিবাদের পুনরায় জেগে উঠার পথ আমরা বন্ধ করতে পারবো।’
হেফাজতের মহাসমাবেশের ৫ দফা দাবির মধ্যে অন্যতম একটি হলো ২০১৩ সালে সংঘটিত শাপলা চত্বরের হত্যার বিচারের দাবি। এ বিষয়ে মাহমুদুর রহমান বলেন, শাপলা চত্বরে যারা নিহত হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য এবং তাদের আত্মার মাগফিরাত কামনার জন্য আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সেই সঙ্গে আমি জুলাই বিপ্লবের শহীদদেরও শ্রদ্ধাভরে স্মরণ করছি। আমাদের মনে রাখতে হবে যে, ২০১৩ সালের সেই শাপলা চত্বরের গণহত্যার পর এই প্রথম আমরা আবার মুক্ত বাংলাদেশে, দ্বিতীয় স্বাধীন বাংলাদেশে এরকম একটি মহাসমাবেশ করতে সক্ষম হয়েছি।’
মুমু