ঢাকা, বাংলাদেশ   রোববার ০৪ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

মুন্সীগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, চাকুরিজীবীর মৃত্যু

স্টাফ রিপোটার, মুন্সীগঞ্জ

প্রকাশিত: ১৪:২৪, ৩ মে ২০২৫

মুন্সীগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, চাকুরিজীবীর মৃত্যু

ছবি: ‍মৃত- ফরহাদ উদ্দিন ভূইয়া

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। বাড়ি থেকে মোটরসাইকেলে যোগে অফিসে যাওয়ার পথে গাড়ির ধাক্কায় ফরহাদ উদ্দিন ভূইয়া (৩৫) নামে বাইক চালক নিহত হয়েছেন।

শনিবার (৩ মে) সকাল ৭টার ঘটনা এটি। নিহত মোঃ ফরহাদ উদ্দিন ভূইয়া কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়ার  দুলালপুর গ্রামের কাসেম ভুঁইয়ার ছেলে। সে কুমিল্লা থেকে কর্মস্থল ঢাকা যাচ্ছিলেন। 

ঘটনার প্রত্যক্ষদর্শী সূত্র জানা যায়, ঢাকাগামী লেনে একটি যান পেছন থেকে মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে বাইক চালক ঘটনাস্থলেই মারা যান। নিহতের ভাগিনা নাঈম রানা বলেন, আমার মামা ঢাকা ট্রান্সকম কোম্পানিতে চাকরি করতেন। ছুটিতে এসে প্রতি শনিবার বাসা থেকে অফিস করার জন্য বের হয়ে যান। অফিসে যাওয়ার সময় বাইক দুর্ঘটনা ঘটে।

ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন বলেন, লাশ ও মোটরসাইকেল হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। মৃতের আত্মীয়রা এসেছেন। সকল প্রক্রিয়া শেষে পরিবারে কাছে হস্তান্তর করা হবে। 

মিরাজ খান

×