ঢাকা, বাংলাদেশ   রোববার ০৪ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

ভারতের বিরুদ্ধে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে পাকিস্তানের তরুণীরাও!

প্রকাশিত: ১৪:২৩, ৩ মে ২০২৫

ভারতের বিরুদ্ধে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে পাকিস্তানের তরুণীরাও!

ছবি: সংগৃহীত

কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। এমন পরিস্থিতিতে পাকিস্তান যুদ্ধ প্রস্তুতি জোরদার করেছে; সীমান্তবর্তী অঞ্চলে সশস্ত্র বাহিনী সামরিক মহড়া চালাচ্ছে, খাদ্য মজুতের নির্দেশ দেওয়া হয়েছে, এবং জরুরি তহবিল সংগ্রহ চলছে।

এই যুদ্ধ প্রস্তুতির অংশ হিসেবে এবার পাকিস্তানের বেসামরিক নারীরাও প্রশিক্ষণ নিচ্ছেন। রাওয়ালপিন্ডিতে প্রথমবারের মতো নারী স্বেচ্ছাসেবকদের জন্য ‘যুদ্ধকালীন উদ্ধার’ প্রশিক্ষণ শুরু হয়েছে। এ প্রশিক্ষণে নারীরা আহতদের উদ্ধার, ধ্বংসাবশেষ থেকে নাগরিকদের নিরাপদে সরিয়ে নেওয়া এবং আগুন নেভানোর পদ্ধতি শিখছেন।

জেলা প্রশাসন ও সিভিল ডিফেন্স বিভাগ জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য ৩৮টি চেকপয়েন্ট স্থাপন করেছে, যা ২৪ ঘণ্টা সক্রিয় থাকবে। এছাড়া, শহরের বিভিন্ন স্থানে ১৬টি সাইরেন পয়েন্ট আপডেট ও সক্রিয় করা হয়েছে। সাইরেন বাজলেই স্বেচ্ছাসেবকরা নির্ধারিত পোস্টে রিপোর্ট করবেন।

জেলা সিভিল ডিফেন্স অফিসার তালিব হুসাইন জানিয়েছেন, প্রশিক্ষণ কার্যক্রমে সিনিয়র প্রশিক্ষক নাসির কায়ানি, সাদাফ জাহুর এবং নারী প্রশিক্ষক হালিমা সাদিয়া নেতৃত্ব দিচ্ছেন। তিনি আরও বলেন, “শান্তি বা সংকট যাই হোক, বিভাগ সর্বদা সতর্ক রয়েছে।”

এই উদ্যোগের মাধ্যমে পাকিস্তান নারীদের যুদ্ধকালীন জরুরি উদ্ধার কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে চায়, যা তাদের ক্ষমতায়ন ও সমাজে ভূমিকা বৃদ্ধিতে সহায়ক হবে।

শিহাব

×