ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

কাশ্মীর ইস্যুতে পাক সেনার জরুরি বৈঠক, দিল চরম বার্তা

প্রকাশিত: ০০:০৯, ৩ মে ২০২৫

কাশ্মীর ইস্যুতে পাক সেনার জরুরি বৈঠক, দিল চরম বার্তা

ছবি: সংগৃহীত

কাশ্মীর ইস্যুতে ভারত-পাকিস্তানের উত্তেজনার মধ্যে জরুরি সেনা বৈঠক করেছে পাকিস্তান। শুক্রবার সেনাপ্রধান জেনারেল সৈয়দ আসিম মুনিরের নেতৃত্বে অনুষ্ঠিত স্পেশাল কর্পস কমান্ডার্স কনফারেন্সে (সিসিসি) ভারতের সম্ভাব্য আগ্রাসনের বিষয়ে কঠোর বার্তা দেওয়া হয়েছে।

পাকিস্তানের সামরিক সদর দপ্তর রাওয়ালপিন্ডিতে আয়োজিত এই উচ্চপর্যায়ের বৈঠকে দেশটির ভূ-রাজনৈতিক পরিবেশ, আঞ্চলিক নিরাপত্তা এবং বিশেষ করে ভারত-পাকিস্তান সীমান্ত পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। বৈঠকে অংশ নেওয়া সেনা কর্মকর্তারা ভারতের যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

সেনাপ্রধান আসিম মুনির বলেন, আমাদের বাহিনীর মনোবল অটুট, এবং আমরা সর্বোচ্চ প্রস্তুত। সীমান্তে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় বাড়তি সতর্কতা ও সক্রিয় প্রস্তুতির প্রয়োজনীয়তা রয়েছে।

ভারতের পেহেলগামে ২২ এপ্রিলের সন্ত্রাসী হামলার জন্য পাকিস্তানকে দায়ী করা এবং সেই প্রেক্ষিতে আটারি সীমান্ত বন্ধ, ভিসা বাতিল, এবং সিন্ধু নদ চুক্তি স্থগিতের মতো একতরফা পদক্ষেপের সমালোচনা করে পাকিস্তানও পাল্টা ব্যবস্থা গ্রহণ করেছে। ইসলামাবাদ সিমলা চুক্তি স্থগিতের পাশাপাশি ভারতের সঙ্গে বাণিজ্য এবং আকাশপথ বন্ধ ঘোষণা করেছে।

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি উত্তেজনা বাড়ে, আমাদের থামাতে কেউ পারবে না। প্রয়োজন হলে মোদিকে তার বাড়ি পর্যন্ত ধাওয়া করা হবে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেন, পেহেলগামের হামলার পর প্রতিটি ভারতীয় নাগরিকের রক্ত ফুটছে। জড়িত প্রত্যেককে কঠিন শাস্তি পেতে হবে।

বিশ্লেষকদের মতে, ভারত এখনও হামলায় পাকিস্তানের জড়িত থাকার নির্ভরযোগ্য প্রমাণ উপস্থাপন করতে পারেনি। তবুও দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে এ ধরনের উত্তেজনা সামরিক সংঘর্ষে রূপ নিলে তা পুরো অঞ্চলের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে।

এসএফ 

×