ঢাকা, বাংলাদেশ   রোববার ০৪ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

চার দফা দাবিতে বরগুনার আমতলীতে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, আমতলী

প্রকাশিত: ১২:১৬, ৩ মে ২০২৫

চার দফা দাবিতে বরগুনার আমতলীতে মানববন্ধন

ছবি: জনকণ্ঠ

বরগুনার আমতলী-পুরাকাটা ফেরিঘাটের ইজারা বাতিল, খেয়া ভাড়া ১০ টাকা নির্ধারণ, শিক্ষার্থীদের জন্য ভাড়া সম্পূর্ণ মওকুফ এবং মোটরসাইকেল, বাইসাইকেল ও রিকশা ফেরিতে বিনা খরচে পারাপারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার (৩ মে) সকাল ১১টায় আমতলী ফেরিঘাট এলাকায় ‘শ্রমিক আন্দোলন বাংলাদেশ’-এর আমতলী উপজেলা শাখার আয়োজনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে পাঁচ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে সভাপতিত্ব করেন ইসলামী শ্রমিক আন্দোলনের আমতলী উপজেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহ আলম তালুকদার। বক্তব্য রাখেন ইসলামী শ্রমিক আন্দোলনের উপজেলা সেক্রেটারি মাওলানা মীর মুহাম্মদ সুলাইমান, মৌলভী মো. শাহ আলম, মুফতি ওমর ফারুক জিহাদি, মাওলানা সাইফুল ইসলাম এবং কাজী আল আমিন।

বক্তারা বলেন, "আমরা চার দফা দাবি জানিয়েছি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এসব দাবি মেনে নেওয়া না হলে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস ঘেরাওসহ কঠোর কঠোর আন্দোলন করা হবে।"

হোসাইন/রবিউল

×