ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

ভূখণ্ড গেল রাশিয়ায়, খনিজে যুক্তরাষ্ট্রের ভাগ: কোণঠাসা ইউক্রেন!

প্রকাশিত: ০৯:২৮, ৩ মে ২০২৫

ভূখণ্ড গেল রাশিয়ায়, খনিজে যুক্তরাষ্ট্রের ভাগ: কোণঠাসা ইউক্রেন!

ছবি : সংগৃহীত

চলমান যুদ্ধের ধাক্কায় একের পর এক ক্ষতির মুখে পড়ছে ইউক্রেন। রাশিয়ার দখলে চলে গেছে দেশটির গুরুত্বপূর্ণ ভূখণ্ডের বড় একটি অংশ। এবার যুক্তরাষ্ট্রের সাথে চুক্তির মাধ্যমে নিজের খনিজ সম্পদেও ভাগ বসাতে হয়েছে কিয়েভকে। বিশ্লেষকরা আশঙ্কা করছেন, এই চুক্তির ফলে ইউক্রেনের সার্বভৌমত্বের উপর আরও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে যুক্তরাষ্ট্র।

 

 

সম্প্রতি ব্যাপক দর কষাকষির পর বিরল খনিজ সম্পদের অংশীদারিত্বে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে ইউক্রেন। তিন বছর ধরে চলমান যুদ্ধ পরিস্থিতিতে রাশিয়ার কবল থেকে অধিকৃত অঞ্চল পুনরুদ্ধারের সম্ভাবনা প্রায় নেই বলেই ধরে নেওয়া হচ্ছে। এই বাস্তবতায় নিজেদের গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের একটি বড় অংশ যুক্তরাষ্ট্রকে দিয়েছে ইউক্রেন।

তবে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি, চূড়ান্ত চুক্তিতে প্রাথমিক প্রস্তাব থেকে উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে যা ইউক্রেনের জন্য লাভজনক হবে। চুক্তি অনুযায়ী একটি যৌথ বিনিয়োগ তহবিল গঠিত হবে এবং সেখান থেকে আয়ের অর্ধেক যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পুনর্গঠনে ব্যয় করা হবে। তিনি জানান, এতে দেশটিতে আধুনিক শিল্প গড়ে তোলা এবং বিনিয়োগ আকর্ষণের নতুন সুযোগ তৈরি হবে। চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র ইউক্রেনকে ঋণ নয়, বরং প্রতিরক্ষা সহায়তা দেবে বলেও উল্লেখ করা হয়েছে।

 

 

তবে সমালোচকরা বলছেন, এই চুক্তির ফলে যুক্তরাষ্ট্র শুধু খনিজ এলাকায় প্রবেশাধিকারই নয়, বরং ইউক্রেনের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর ইস্যুতেও প্রভাব বিস্তার করতে পারবে। ইউক্রেন সরকারের তথ্যমতে, ইউরোপীয় ইউনিয়নের স্বীকৃত ৩৪টি গুরুত্বপূর্ণ খনিজের মধ্যে ২২টিই পাওয়া যায় ইউক্রেনে। যদিও বর্তমানে বাণিজ্যিকভাবে সেখানে কোনো খনি চালু নেই এবং খনিজসমৃদ্ধ অঞ্চলগুলোর প্রায় ৬০ ভাগই রাশিয়ার নিয়ন্ত্রণে।

 

 

বিশ্বে বিরল খনিজের বাজার বর্তমানে চীনের দখলে। ধারণা করা হচ্ছে, এই আধিপত্যে ভাগ বসাতে চায় যুক্তরাষ্ট্র, এবং তাই ইউক্রেনের খনিজ সম্পদের প্রতি তাদের আগ্রহ বেড়েছে। বিশ্লেষকরা বলছেন, এই পদক্ষেপ ভবিষ্যতে ভূ-রাজনৈতিক ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আনতে পারে।

আঁখি

×