ঢাকা, বাংলাদেশ   রোববার ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

‘সার্বভৌমত্বে হাত দিলে জবাব আসবেই’—ভারতকে পাক হাইকমিশনারের হুঁশিয়ারি

প্রকাশিত: ২০:৪৭, ৩ মে ২০২৫; আপডেট: ২০:৪৮, ৩ মে ২০২৫

‘সার্বভৌমত্বে হাত দিলে জবাব আসবেই’—ভারতকে পাক হাইকমিশনারের হুঁশিয়ারি

ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ড. ফয়সাল ভারত-অধিকৃত কাশ্মীরের পেহেলগাম অঞ্চলে ভারতের ‘ফলস ফ্ল্যাগ অপারেশন’-এর তীব্র নিন্দা জানিয়েছেন।

ইসলামাবাদ ও নয়াদিল্লির মধ্যকার উত্তেজনা অব্যাহত থাকার মধ্যে, আন্তর্জাতিক গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ড. ফয়সাল ভারতকে কোনও ধরনের বিশ্বাসযোগ্য প্রমাণ ছাড়াই অভিযোগ দাঁড় করানোর জন্য দায়ী করেন এবং সতর্ক করে বলেন, উত্তেজনা বাড়লে পাকিস্তান কঠোর জবাব দেবে।

তিনি বলেন, “ভারতের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও প্রমাণহীন। যদি ভারত এই সাজানো ঘটনার ভিত্তিতে প্রতিশোধমূলক কোনও পদক্ষেপ নেয়, তাহলে ২০১৯ সালের মতোই শক্ত জবাব পাবে।”

পাকিস্তানের সার্বভৌমত্ব রক্ষার অধিকার রয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, “কোনো ধরনের আগ্রাসনের জবাবে আমরা দৃঢ় ও স্পষ্ট প্রতিক্রিয়া দেখাব।”

চলমান কাশ্মীর সংকট নিয়ে তিনি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব অনুযায়ী সমাধানের আহ্বান জানান। তিনি বলেন, “কাশ্মীর একটি বিতর্কিত অঞ্চল এবং এর সমাধান জাতিসংঘ প্রস্তাব অনুযায়ী হওয়া উচিত। ভারতের উচিত আন্তর্জাতিক প্রতিশ্রুতি পালনের দায়িত্ব পালন করা।”

তিনি আরও বলেন, “কাশ্মীর ইস্যুতে কোনও সিদ্ধান্ত কাশ্মীরবাসীর ইচ্ছার প্রতিফলন ঘটাতে হবে।”

শান্তিপূর্ণ সমাধানের পক্ষে পাকিস্তানের অবস্থান পুনর্ব্যক্ত করে ড. ফয়সাল বলেন, “আমরা যুদ্ধ চাই না; বরং প্রমাণভিত্তিক সংলাপ ও শান্তিপূর্ণ সমাধানকেই অগ্রাধিকার দেই।”

তার এই বক্তব্য আসে এমন এক সময়ে, যখন ভারতীয় গণমাধ্যম পাহালগামে একটি কথিত সন্ত্রাসী ষড়যন্ত্রে পাকিস্তানের সম্পৃক্ততার অভিযোগ তুলেছে। পাকিস্তান বারবার এসব অভিযোগ অস্বীকার করে আসছে এবং বলছে, এগুলো আসলে কাশ্মীর ও ভারতের অভ্যন্তরীণ অস্থিরতা থেকে দৃষ্টি সরাতে সাজানো প্রচার।

 

সূত্র: https://pakobserver.net/indias-lies-wont-go-unanswered-pakistans-uk-envoy-slams-false-flag-in-pahalgam/

আবীর

×