
ছবি: সংগৃহীত
রাজধানীর পুরানা পল্টনের সাব্বির টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৩ মে) রাত সাড়ে ৮টার দিকে ভবনটির টপ ফ্লোরে আগুন লাগে।
ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার শাহজাহান হোসেন। তিনি জানান, খবর পাওয়ার মাত্র সাত মিনিটের মধ্যেই ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।
তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন তিনি। এছাড়া আগুন লাগার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।
এসএফ