
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দীর্ঘ যুদ্ধবিরতিতে রাজি না হওয়ার পর যুক্তরাষ্ট্র বলেছে, তারা আর ইউক্রেন ও রাশিয়ার মধ্যে শান্তি আলোচনায় মধ্যস্থতা করবে না। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা আলোচনায় তাদের সহযোগিতার পদ্ধতি বদলাচ্ছে এবং আর বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে গিয়ে বৈঠকে অংশ নেবে না। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ট্যামি ব্রুস বলেছেন, আমরা সহযোগিতা অব্যাহত রাখব, তবে আমরা আর মধ্যস্থতাকারী হিসেবে বিশ্বের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে গিয়ে বৈঠক করব না। খবর দ্য টেলিগ্রাফের।
যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে খনিজ চুক্তি স্বাক্ষরিত হওয়ার দিনকয়েকের মধ্যে ওয়াশিংটন শান্তি আলোচনার মধ্যস্থতা থেকে পিছু হটল। ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে অস্ত্র সরবরাহে তার প্রশাসনকে সবুজ সংকেত দিয়েছেন বলেও খবর বেরিয়েছে। ক্ষমতায় বসার আগে, এমনকি শুরুর মাসগুলোতেও ইউক্রেন যুদ্ধ নিয়ে ট্রাম্প ইউক্রেনকেই সবচেয়ে বেশি দোষারোপ করেছেন। শান্তি আলোচনায় তারাই বাধা দিচ্ছে বলে বারবার অভিযোগও করেছিলেন। তবে সম্প্রতি তার সুর খানিকটা নরম হয়েছে। উল্টো পুতিনের ওপর তার হতাশা বাড়তে দেখা যাচ্ছে। ক্রেমলিন কিয়েভের সঙ্গে সরাসরি শান্তি আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করলেও গত সপ্তাহে তারা যুক্তরাষ্ট্রের দেওয়া একটি শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করে।
প্যানেল