
আইপিএলে রানের বন্যা বইয়ে দিচ্ছেন সাই সুদর্শন
‘হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে। আবার আসিব ফিরে... এই বাংলায়’- ভাগ্যিস কবি জীবনান্দ দাস আইপিএল দেখেন নি! তাহলে গুবরে পোঁকার সৌন্দর্য খুঁজতে হতো না।
আইপিএলে রীতিমতো উড়ছেন সাই সুদর্শন। গুজরাট টাইটান্সের হয়ে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৯ চারে ২৩ বলে ৪৮ রানের ঝড়ো ইনিংসের পথে স্পর্শ করেছেন দুটি মাইলফলক, গড়েছেন নতুন রেকর্ড। স্বীকৃত টি২০তে সুদর্শন দুই হাজার রান পূর্ণ করেছেন ৫৪ ইনিংসে, ভারতীয় হিসেবে যা দ্রুততম, বিশ্বে দ্বিতীয় দ্রুততম।
২০১১ সালে ৫৩ ইনিংসে দুই হাজারের ঠিকানায় পৌঁছে রেকর্ড গড়েন অস্ট্রেলিয়ার শন মার্শ। আর ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে আগের রেকর্ডটি ছিল কিংবদন্তি শচীন টেন্ডুলকরের, লেগেছিল ৫৯ ইনিংস। আহমেদাবাদে এদিন আইপিএলে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে দ্রুততম দেড় হাজার রানের মাইলফলকও স্পর্শ করেন ২৩ বছর বয়সি বাঁহাতি ওপেনার।
এখানেও তিনি শচীনকে ছাড়িয়ে গেছেন। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি লিগে দেড় হাজার পূর্ণ করতে শচীনের লেগেছিল ৪৪ ইনিংস। সমান ইনিংস লেগেছিল ঋতুরাজ গায়কোয়াড়েরও। সেখানে সুদর্শনের লাগল মাত্র ৩৫ ইনিংস।
এর মধ্য দিয়ে চলতি আসরে প্রথম ব্যাটসম্যান হিসেবে পাঁচশ রানের ঠিকানায় পৌঁছেছেন তিনি। ৫০.৪০ গড় আর ১৫৪.১২ স্ট্রাইক রেটে তার রান এখন ৫০৪। ১০ ম্যাচের পাঁচটিতেই করেছেন ফিফটি।
সুদর্শন ২০২৩ সালে ভারতের হয়ে ৩টি ওয়ানডে ও গত বছর জুলাইয়ে জিম্বাবুয়ে সফরে একটি মাত্র টি২০ খেলেছেন।
মিরাজ /রাজু