ঢাকা, বাংলাদেশ   রোববার ০৪ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

বাউফলে মাদক ব্যবসায়ীর লাশ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, বাউফল, পটুয়াখালী

প্রকাশিত: ১২:৪৭, ৩ মে ২০২৫; আপডেট: ১২:৫৯, ৩ মে ২০২৫

বাউফলে মাদক ব্যবসায়ীর লাশ উদ্ধার

ছবি: সংগৃহীত

বাউফলের আদাবাড়িয়া  ইউনিয়নের দক্ষিণ লক্ষ্মীপাশা গ্রামের ফকিরের হাট এলাকা থেকে খলিলুর রহমান গাজী (৩১) নামের এক মাদক ব্যবসায়ীর লাশ উদ্ধার  করা হয়েছে। তার বাবার নাম হাসান গাজী।

আজ শনিবার (৩ মে) সকালে এ লাশ উদ্ধার  করা হয়। দক্ষিণ  লক্ষ্মীপাশা গ্রামের ইউপি সদস্য মো. আনিচুর রহমান জানান, গত মঙ্গলবার রাত থেকে খলিলুর রহমান গাজী নিখোঁজ ছিল।  তাকে খুঁজে না পেয়ে শুক্রবার তার  বাবা বাউফল থানায় একটি জিডি করেন।

আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে একই  ইউনিয়নের ফকিরের হাট বাজার থেকে এক ব্যক্তি তাকে ফোন করে বিষয়টি জানান। তিনি ঘটনাস্থলে গিয়ে দেখতে পান ওই এলাকার পাকা রাস্তার দক্ষিণ পাশে খড়কুটা দিয়ে লাশটি ঢেকে রাখা  হয়েছে। লাশের দুই পা বাইরে ছিল। খড়কুটা সরানোর পর খলিলের লাশ শনাক্ত করা হয় এবং তার স্বজনদের খবর দেয়া হয়। বিষয়টি পুলিশকেও জানানো হয়।

স্থানীয়রা জানান, খলিল এলাকায় মাদক ব্যবসা করতো। তার নামে  থানায় একাধিক  মামলা রয়েছে। পুলিশের গ্রেপ্তারের ভয়ে খলিল এক সময় ঢাকা  চলে যায়। একসপ্তাহ আগে খলিল ঢাকা থেকে বাড়ি আসে। এরপর মঙ্গলবার  রাত ১০ টার পর থেকে নিখোঁজ হয়ে যান। তাদের ধারণা  খলিল মাদক ব্যবসা ছেড়ে  দেয়ায় তাকে খুন করা হয়েছে। এছাড়াও জানা যায় মৃত খলিল দুই সন্তানের জনক।

বাউফল  থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো  হয়েছে।

কামরুজ্জামান বাচ্চু/মিরাজ খান

×