ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

ফেসবুক পোস্টে অনলাইন অ্যাক্টিভিস্ট সাদিকুর রহমান খান

‘সবকিছুতেই পরিবর্তন হয়েছে, খালি এই মানুষটার জেদের কোনো পরিবর্তন নাই’

প্রকাশিত: ০৪:২০, ৩ মে ২০২৫; আপডেট: ০৪:২৬, ৩ মে ২০২৫

‘সবকিছুতেই পরিবর্তন হয়েছে, খালি এই মানুষটার জেদের কোনো পরিবর্তন নাই’

ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের লন্ডনে থেকে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আগামী ৫ মে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি সাধারণ ফ্লাইটে দেশে ফেরার কথা রয়েছে। জানা গেছে, তাঁর সুবিধার্থে বিমান কর্তৃপক্ষ সিলেটের পরিবর্তে তাঁকে বহনকারী বিমানটি আগে ঢাকায় নামানোর প্রস্তাব করলে তিনি তা নাকচ করেছেন।

ফ্লাইটের অন্য যাত্রীদের কষ্টের কথা বিবেচনা করে বিএনপির চেয়ারপারসনের এমন সিদ্ধান্তে লেখক, সমালোচক ও অনলাইন অ্যাক্টিভিস্ট সাদিকুর রহমান খান ফেসবুক পোস্টে লিখেছেন, ‘বাংলাদেশের সবকিছুতেই পরিবর্তন হয়েছে, খালি এই মানুষটার জেদের কোনো পরিবর্তন নাই’

তিনি আরও লেখেন, ‘রাজনীতি করার মাত্র ৪ বছরের মাথাতেই প্রথম জেদ দেখানো শুরু। এরপর তো বৃদ্ধ বয়সে নিঃসঙ্গ অবস্থায় জেলে গেলেন, মাথা নোয়ালেন না।’

ছবি: সাদিকুর রহমান খানের ফেসবুক থেকে নেওয়া স্ক্রিনশট

সাদিকুর রহমান খান তার ফেসবুক পোস্টে জানান, বহুদিন আগে তিনি বর্তমান ছাত্র নেতাদের বলেছিলেন যে, রাজনীতি শিখতে হলে, করতে হলে কোন দার্শনিক দরকার, গুরু দরকার নেই। খালেদা জিয়াকে মাথায় রেখে রাজনীতি করলে আর কিছু লাগবে না।

‘একটা মানুষ শারীরিকভাবে অসুস্থ অবস্থাতেও মানুষের কথাই চিন্তা করছে, নিজের কথা না, এমন রাজনীতিবিদের চেয়ে বড় ব্লেসিং একটা জাতির জন্য আর কিছু হতে পারে?’ যোগ করেন তিনি।

 

সূত্র: https://www.facebook.com/share/1FPKd1D1HC/

রাকিব

×