
সিনিয়র সাংবাদিক এম এ আজিজ।
সিনিয়র সাংবাদিক এম এ আজিজ মন্তব্য করেছেন যে দেশের রাজনৈতিক অচলাবস্থা থেকে উত্তরণে একটি নির্বাচনের প্রয়োজনীয়তা রয়েছে। তিনি বলেন, “৫৪ বছর দেশ স্বাধীন হয়েছে। আস্তে আস্তে মানুষের মনোজগতের পরিবর্তন হয়েছে। আমরা বলতাম সামাজিক অনেক সূচকে এগিয়েছি। রাজনৈতিক সূচকে পিছিয়েছি। এখন যদি কিছুটা বোধ উদয় হয়, কিছুটা পরিবর্তন হবে। এখন আমার মনে হচ্ছে যে ড. মুহাম্মদ ইউনূসের সরকার যতদিন থাকবে সমস্যা বাড়তে থাকবে।”
ড. ইউনূস চলে গেলে এবং বিএনপি ক্ষমতায় এলে রাজনৈতিক সমস্যা কমে আসবে কিনা-এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, “কমতে থাকবে এটা বলছি না। কিন্তু তখন বিএনপিকে আমরা জিজ্ঞাসাবাদ করতে পারবো যে, তারা সরকারে আছে, বিরাট মন্ত্রীপরিষদ থাকবে, বিরাট জনবল থাকবে, নেতা থাকবে, তাও দেশ কেন ঠিকমতো চলে না? এখন তো সেটাও বলতে পারছি না। বিএনপিকে একটা সুযোগ তো দিতে হবে। এই অন্তর্বর্তীকালীন সরকার তো আজীবন থাকতে পারে না। নীতিগতভাবে বা আইনগতভাবে কোনভাবেই চলতে পারে না।”
সরকারের বৈধতা এবং রাজনৈতিক শূন্যতা প্রসঙ্গে তিনি বলেন, “কেউ সরকারে না থেকেও সরকার চালান সেটাও ভয়ংকর। আমার কথা হচ্ছে নির্বাচন হতে হবে। এটা তো একটা অনাথ সরকার। বিএনপি যদি মাঠে নামে সরকার তো ফু দিলে উড়ে যাবে। অথচ ফু দিতে পারছে না। আটকা পড়ে গেছে। সুতরাং একটা বিপদের মধ্যে আমরা আছি। আসলে কিন্তু রাজনৈতিক শূন্যতা চলছে। এই শূন্যতা দূর করার জন্য নির্বাচন দরকার।”
এম এ আজিজের বক্তব্য অনুযায়ী, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল নয় এবং একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমেই এই শূন্যতা কাটিয়ে ওঠা সম্ভব।
মুমু