ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

ইয়ামালের জাদুতে মুগ্ধ গোটা দুনিয়া

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০১:১১, ৩ মে ২০২৫

ইয়ামালের জাদুতে মুগ্ধ গোটা দুনিয়া

এক লামিনে ইয়ামালকে থামাতেই চোখ আর নাকের জল এক হয়েছে ইন্টারের ফুটবলারদের। তবে বার্সেলোনার মাঠ থেকে দুর্দান্ত ড্র নিয়েই ফিরেছে ইতালিয়ান জায়ান্টরা

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে ইন্টার মিলানের বিপক্ষে বুধবার রাতে ৩-৩ ব্যবধানে নাটকীয়ভাবে ড্র করেছে বার্সেলোনা। আর এই ম্যাচেই অসাধারণ পারফর্ম করে গোটা দুনিয়ার ফুটবলপ্রেমীদের মুগ্ধ করেছেন বার্সেলোনার স্প্যানিশ তরুণ লামিন ইয়ামাল।

কেননা, নিজেদের মাঠে ২-০ গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ৩-৩ গোলে সমতা ফেরানোর পেছনে  মূল ভূমিকা পালন করেছেন ১৭ বছরের এই কাতালান। নিজে এক গোল করার পাশাপাশি দ্বিতীয় গোল তৈরির পেছনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। 
নিজেদের মাঠ অলিম্পিক স্টেডিয়ামে বুধবার ইন্টার মিলানকে আতিথ্য দেয় বার্সেলোনা। মৌসুমের রেকর্ডসংখ্যক দর্শকের সামনে ইউরোপের শীর্ষ দুই জায়ান্টের লড়াইও শুরু থেকেই জমে ওঠে। বার্সার সমর্থকদের স্তব্ধ করে ম্যাচের ৩০ সেকেন্ডেই এগিয়ে যায় ইন্টার মিলান। নান্দনিক এক ব্যাক হিলে গোল করে সফরকারীদের এগিয়ে দেন মার্কাস থুরাম। সেই সঙ্গে ইতালিয়ান তারকাও নিজেকে নিয়ে যান ইতিহাসের পাতায়।

কেননা, চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের ইতিহাসেই যে এটা সবচেয়ে দ্রুততম গোল! ম্যাচের বয়স যখন ২১ মিনিট তখনই ২-০ গোলে এগিয়ে যায় ইন্টার। এবার গোলদাতা সেই প্রথম গোলের সহায়তাকারী ডেঞ্জেল ডামপ্রিস। তবে দলটার নাম যেহেতু বার্সেলোনা তাই ২ গোল হজম করার পরও হাল ছাড়েনি। সেই ফল তারা ২৪ মিনিটেই পেয়ে যায়। এই সময়ে তো রীতিমতো অপ্রতিরোধ্য হয়ে ওঠেন কাতালানদের জার্সিতে ১০০তম ম্যাচ খেলতে নামা ইয়ামাল।

সফরকারী পাঁচজন ডিফেন্ডারকে কাটিয়ে জটলার ভেতর থেকে দুর্দান্ত এক শটে দূরের পোস্ট দিয়ে বল পাঠান জালে। এমন গোলে মুগ্ধ স্বাগতিক সমর্থকদের দিয়ে ভরা পুরো গ্যালারি তখন উচ্ছ্বাসে মেতে ওঠে। চোখ  ধাঁধানো গোল করে মাত্র ১৭ বছর ২৯১ দিন বয়সী এই ফরোয়ার্ডও নিজেকে নিয়ে যান ইতিহাসে। কিলিয়ান এমবাপেকে ছাড়িয়ে এখন এই স্প্যানিশ তরুণই যে চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালে সবচেয়ে কমবয়সী গোলদাতা।

প্রথমার্ধের ৩৮তম মিনিটে ফেরান তোরেস গোল করলে ২-২ ব্যবধানে সমতায় ফেরে বার্সা। তোরেসকে অ্যাসিস্ট করে চ্যাম্পিয়নস লিগে বার্সার হয়ে এক মৌসুমে গোল অবদানে (গোল+অ্যাসিস্টে ২০টি) লিওনেল মেসির রেকর্ডকে ছুঁয়ে ফেলেছেন ব্রাজিলিয়ান তারকা রাফিনহা। 
বিরতির পর ৬৩ মিনিটে ডামপ্রিস ব্যক্তিগত দ্বিতীয় গোল করে ইন্টার মিলানকে আবারও এগিয়ে দেন। তবে ৬৫ মিনিটেই সমতায় ফিরে বার্সা। কর্নার থেকে আসা বল ইয়ামাল ‘ডামি’ করে ছেড়ে দিলে রাফিনহা বুলেট গতিতে জালের দিকে পাঠালে ক্রসবারে লেগে বাইরে চলে আসার সময় খোদ ইন্টার মিলানের গোলরক্ষকের পিঠে লেগেই জালে ঢুকে। এরপর আর গোল না হলে ৩-৩ সমতায় শেষ হয় ম্যাচ।

সমতায় শেষ হলেও এই লড়াই ফুটবলপ্রেমীদের হৃদয়ে থাকবে দীর্ঘদিন। কেননা, দীর্ঘ ২৬ বছরের মধ্যে এবারই যে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে এত বেশি গোলের ড্র দেখল ফুটবল দুনিয়া। আগামী মঙ্গলবার সান সিরোয় দ্বিতীয় লেগে বার্সাকে আতিথ্য দেবে ইন্টার মিলান।

বার্সার জন্য সেই ম্যাচটা গুরুত্বপূর্ণ। আর দ্বিতীয় লেগে যদি ইয়ামাল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তবে এবার ব্যালন ডি’অরও জিতে যেতে পারেন এই তরুণ! হ্যাঁ, ইয়ামালে মুগ্ধ হয়ে এমন মন্তব্যই করেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ইংলিশ কিংবদন্তি ও বিশ্লেষক রিও ফার্দিনান্দ। এদিন, ইয়ামালকে আলাদাভাবে প্রশংসায় ভাসিয়েছেন বার্সা কোচ হ্যান্সি ফ্লিকও।

×