
ছবি: সংগৃহীত
ভারতের সঙ্গে চলমান উত্তেজনার মাঝেই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য এ ক্ষেপণাস্ত্রটির পাল্লা ৪৫০ কিলোমিটার বলে জানিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া শাখা আইএসপিআর।
আইএসপিআর এক বিবৃতিতে জানিয়েছে, উৎক্ষেপণের মূল লক্ষ্য ছিল সেনাবাহিনীর অপারেশনাল প্রস্তুতি যাচাই এবং ক্ষেপণাস্ত্রের উন্নত নেভিগেশন সিস্টেম ও ম্যানুভারেবিলিটিসহ অন্যান্য প্রযুক্তিগত সক্ষমতা পরীক্ষা করা।
পাকিস্তান সেনাবাহিনীর কৌশলগত বাহিনী কমান্ড, কৌশলগত পরিকল্পনা বিভাগ এবং বিভিন্ন কৌশলগত সংস্থা ও গবেষণা প্রতিষ্ঠানের বিজ্ঞানী ও প্রকৌশলীরা এই উৎক্ষেপণ প্রত্যক্ষ করেন।
রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং জয়েন্ট চিফ অব স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল সাহির শামশাদ মির্জা পরীক্ষার সাফল্যের জন্য সংশ্লিষ্ট সামরিক ও প্রযুক্তি টিমকে অভিনন্দন জানিয়েছেন।
সম্প্রতি ভারত অধিকৃত কাশ্মীরে পর্যটকদের লক্ষ্য করে সশস্ত্র হামলার ঘটনা ঘটে, যা দুই দেশের মধ্যে সম্পর্ককে আরও টানাপড়েনে ফেলে। ভারত এর জন্য পাকিস্তান-ভিত্তিক জঙ্গিগোষ্ঠীকে দায়ী করছে, যদিও পাকিস্তান এ অভিযোগ অস্বীকার করেছে।
এই ঘটনার পর থেকেই দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা ক্রমেই বাড়ছে। উভয় দেশই পারমাণবিক শক্তিধর হওয়ায় আন্তর্জাতিক মহলে আরেকটি যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে, বিশেষ করে যখন ইউক্রেন ও মধ্যপ্রাচ্য ইতিমধ্যেই যুদ্ধাবস্থায় রয়েছে।
জাতিসংঘসহ বিশ্বের বিভিন্ন শক্তিধর রাষ্ট্র দক্ষিণ এশিয়ায় শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছে, কারণ এই অঞ্চলে সংঘাতের প্রভাব বৈশ্বিক নিরাপত্তা ও অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলতে পারে।
ফারুক