
ছবি: জনকণ্ঠ
চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুদ পারভেজকে মারধরের চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির কনসালটেন্ট ডা. আহসান হাবিবের বিরুদ্ধে।
শনিবার সকালে হাসপাতালের তত্ত্বাবধায়কের কক্ষে এই ঘটনা ঘটে। পরে সেখানে উপস্থিত হাসপাতালের কয়েকজন চিকিৎসক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
খোঁজ নিয়ে জানা যায়, সকালে হাসপাতালের বহির্বিভাগে রোগী দেখাসহ বিভিন্ন অভিযোগ নিয়ে আলোচনা করতে তত্ত্বাবধায়ক মাসুদ পারভেজের কক্ষে যান কনসালটেন্ট ডা. আহসান হাবিব। কথা বলার মাঝেই তারা দুইজনই বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এ সময় তত্ত্বাবধায়েকের টেবিলের ওপরে থাকা ল্যাপটপ ভাঙচুর করে ডা. মাসুদ পারভেজকে আঘাতের উদ্দেশ্যে তেড়ে গেলে উপস্থিত কয়েকজন চিকিৎসক তাদের আটকান।
বিষয়টি নিয়ে কনসালটেন্ট ডা. আহসান হাবিব বলেন, দুই বছর আগে আমার পদোন্নতি হয়েছে। আমার যতটুকু সম্মান প্রাপ্য, তা দেয়া হচ্ছিল না। এসব বিষয় নিয়ে কথা বলতে গেলে তত্ত্বাবধায়ক নেগেটিভলি উত্তর দেন। আজকেও কিছু অভিযোগ নিয়ে তত্ত্বাবধায়কের কাছে গিয়েছিলাম। তিনি কোনো সদুত্তর দেননি। আমি ধৈর্য্য হারিয়ে অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটিয়েছি।
মারধরের চেষ্টার অভিযোগ তুলে তত্ত্বাবধায়ক ডা. মাসুদ পারভেজ বলেন, আহসান হাবিব আমার রুমে এসে অভিযোগ করেন তিনি নাকি রোগী পাচ্ছেন না। তার অভিযোগকে কেন্দ্র করে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে বিষয়টি সুরাহার জন্য আবাসিক মেডিকেল অফিসারকে বলেছি। তার কিছুক্ষণ পরে আমার কাছে এসে একই অভিযোগ করেন ডা. আহসান হাবিব। তখনো তাকে বিষয়গুলো ভালোভাবে বুঝিয়েছি। কথা বলার একপর্যায়ে উত্তেজিত হয়ে আমার সঙ্গে তর্কাতর্কি করেন তিনি। আমার টেবিলের ওপরে থাকা ল্যাপটপ ভাঙচুর করেন। ভাঙা ল্যাপটপ দিয়ে আমাকে আঘাতের চেষ্টা করেন। উপস্থিত আরএমও-সহ কয়েকজন চিকিৎসক তাকে থামিয়ে আলাদা ঘরে পাঠান। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মতিউর রহমান জানান, হাসপাতালের ঘটনা জানতে পেরে পুলিশের একটি টিম পাঠানো হয়েছিল। সরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে কিছু আইনি বিষয় আছে। এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে সংশ্লিষ্টদের অনুমতি সাপেক্ষে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
শহীদ