
ছবিঃ সংগৃহীত
বাংলাদেশে অনেক সময় দেখা যায়, ব্যক্তি মালিকানাধীন জমি সরকারি খাসজমি হিসেবে তফসিলভুক্ত (নির্ধারিত সরকারি তালিকাভুক্ত) হয়ে যায়। এতে জমির প্রকৃত মালিকরা মালিকানা হারানোর আশঙ্কায় পড়েন। তবে আইন অনুযায়ী কিছু পদক্ষেপ গ্রহণ করলে এ ধরনের সমস্যার সমাধান পাওয়া সম্ভব।
তফসিলভুক্তি হলো সরকার কর্তৃক নির্ধারিত কোনো জমিকে বিশেষ উদ্দেশ্যে, যেমন খাসজমি, বনভূমি, খেলার মাঠ, জলাধার বা সংরক্ষিত ভূমি হিসেবে সরকারি নথিতে তালিকাভুক্ত করা। অনেক সময় ভুলভাবে বা যথাযথ যাচাই ছাড়াই ব্যক্তির জমি সরকারি তফসিলে যুক্ত হয়ে যায়।
প্রথমেই স্থানীয় ভূমি অফিস থেকে জমির তফসিলভুক্তির কাগজপত্র সংগ্রহ করুন। কোন ধারায়, কবে, কীভাবে জমি তফসিলভুক্ত হয়েছে তা জানা জরুরি। আপনার মালিকানা প্রমাণে জমির খতিয়ান, নামজারি, দলিল, ভূমি করের রশিদ, পৈতৃক মালিকানার কাগজপত্র ইত্যাদি প্রস্তুত রাখুন।
উপযুক্ত কাগজপত্রসহ জেলা প্রশাসকের (ডিসি) কাছে আবেদন করুন যে, জমিটি ভুলবশত তফসিলভুক্ত হয়েছে এবং আপনি প্রকৃত মালিক। প্রমাণ দিলে ডিসি জমিটি তফসিল থেকে বাদ দিতে পারেন।
এছাড়া সিভিল কোর্টে মামলা করা যেতে পারে, যেহেতু সরকারের বিপরীতে এ মামলা চলে তাই এটা অনে সময় সাপেক্ষ হয়। আর ডিসি অফিস থেকে প্রতিকার না পেলে উচ্চ আদালতে রিট আবেদন করা যেতে পারে। এটি প্রশাসনিক ভুল সংশোধনের জন্য আইনি ব্যবস্থা।
সূত্রঃ https://www.facebook.com/share/r/16BKYyVCgE/
আরশি